‘শিকারপুর’, ‘ডাইনি’র পর এবার ক্রাইম থ্রিলার ‘বীরাঙ্গনা’র পরিচালনায় নির্ঝর মিত্র। হইচই-এর ‘গল্পের পার্বণ ১৪৩২’ অনুষ্ঠানেই ঘোষণা হয়েছিল যে নতুন চমক দিতে চলেছেন পরিচালক। এবার সেই সিরিজের ঝলকেই খাকি উর্দিতে চমক দিলেন সন্দীপ্তা সেন। সমান্তরালে ভিলেন বেশে দেখা গেল ‘লাফ্টারসেন’ ওরফে নীরঞ্জন মণ্ডলকেও।
ফার্স্ট লুকেই বোঝা গেল ‘বীরাঙ্গনা’ যে রগরগে অ্যাকশনে বেশ জমজমাট একটা সিরিজ হতে চলেছে। এই সিরিজে একজন সাব ইনসপেক্টরের ভূমিকায় দেখা যাবে সন্দীপ্তা সেনকে। তার চরিত্রের নাম চিত্রা। পুরুষতান্ত্রিক পুলিশ ফোর্সের সিস্টেমের যাঁতাকলে একা মেয়ের লড়াই কতটা কঠিন? পয়লা ঝলকে সেটাই দেখালেন সন্দীপ্তা।
এক বধূহত্যার মামলা নিয়ে আরেক মহিলা পুলিশের লড়াই দেখানো হবে সিরিজে। পাশাপাশি ফার্স্ট লুক দেখেই আন্দাজ করা গেল যে, ‘লাফ্টারসেন’ নীরঞ্জন এখানে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। ঠান্ডা মাথায় যে একের পর এক খুন করে চলেছে। সিরিজে নিরঞ্জনের চরিত্রের নাম চিরায়ু তালুকদার। কীভাবে খুনিকে শায়েস্তা করবে চিত্রা? সেই গল্পই ফুটে উঠবে ‘বীরাঙ্গনা’ সিরিজে।
ফার্স্ট লুক শেয়ার করে হইচই-এর ইঙ্গিত, ‘চোখে অ্যাটিটিউড, চাউনিতে চার্জশিট। শহরকে এক সাংঘাতিক অপরাধীর হাত থেকে বাঁচাতে আসছে চিত্রা, এক আসল বীরাঙ্গনা রূপে!’
প্রসঙ্গত, পয়লা ঝলকেই দুদে পুলিশের ভূমিকায় সন্দীপ্তাকে মারকাটারি অ্যাকশন করতে দেখা গিয়েছে। অতঃপর গোটা সিরিজজুড়ে যে এরকম আরও কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকবে, তা বলাই যায়। আদতে শান্ত স্বভাবের হলেও চিত্রা একজন নির্ভীক, সৎ পুলিশ। যে দোষীকে শাস্তি দিতে একমুহূর্ত চিন্তা করে না।
তবে ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সন্দীপ্তাকে চিত্রার ভূমিকায় দেখে দর্শক-অনুরাগীদের একাংশের মত, ‘বীরাঙ্গনা আদতে রানি মুখোপাধ্যায়ের মর্দানির বাংলা ভার্সন!’ অনেকে আবার কাস্টিং নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন, তবে কাস্টিংয়ে চমক দিতে বরাবর নির্ঝরের জুড়ি মেলা ভার! সেটা ‘শিকারপুর’ সিরিজে অঙ্কুশ, কৌশিক হাজরার দ্বৈরথ কিংবা ‘ডাইনি’তে মিমি চক্রবর্তীকে সঙ্গী করেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন।
‘বীরাঙ্গনা’র ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তেমনটা আশা করাই যায়।
এমআর