গুঞ্জন যেন কিছুতেই পিছু ছাড়ে না। বিশেষত যখন বিষয়টি বলিউডের অন্যতম চর্চিত জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে ঘিরে। গত দুই বছর ধরেই একটানা শোনা যাচ্ছিল—এই দাম্পত্য সম্পর্ক নাকি ভাঙনের পথে। সেই খবরেই যেন আগুনে ঘি ঢালার মতো নাম জুড়ে যায় অভিনেত্রী নিমরত কৌরের। ‘দসভি’ ছবিতে অভিষেকের বিপরীতে অভিনয় করেছিলেন নিমরত, আর সেখান থেকেই শুরু হয় সম্পর্কের গুঞ্জন।
২০২২ সালে যখন অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্যের ১৫ বছর পূর্ণ হয়, সেই খবর শুনে অবাক হয়েছিলেন নিমরত। এক সাক্ষাৎকারে তিনিই বলেন, “১৫ বছর!” উত্তরে অভিষেক জানান, “হ্যাঁ, ২০০৭ থেকে ২০২২—দীর্ঘ ১৫ বছর একসঙ্গে।” নিমরত উত্তরে বলেন, “অসাধারণ!” সেই মুহূর্ত থেকেই মিডিয়ায় শুরু হয় অভিষেক-নিমরত সম্পর্ক নিয়ে জলঘোলা। কেউ কেউ তো আরও একধাপ এগিয়ে দাবি করেন, ঐশ্বরিয়া নাকি স্বামীর বাড়ি ছেড়ে চলে গিয়েছেন!
কিন্তু অভিষেক সেই সব জল্পনায় ঢাল ঢেলে বলেন, স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালোই চলছে। জানিয়েছেন, ঐশ্বরিয়ার পরামর্শেই তিনি কোনো নেতিবাচক মন্তব্যে কান দেন না। সেই নিরবতায় যেন আবারও বিশ্বাস ফিরে পায় ভক্তসমাজ।
এই প্রেক্ষাপটেই আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে অভিষেক ও নিমরতকে। ‘কালীধর লাপাতা’ নামের একটি সিনেমায় ক্যামিও চরিত্রে থাকছেন নিমরত, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন। ৪ জুলাই জি ফাইভে মুক্তি পেতে চলেছে ছবিটি।
অভিষেক জানালেন, নিমরতের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদারিত্বে মুগ্ধ তিনি। যদিও এবার ক্যামিও চরিত্র হলেও, দর্শকের নজর থাকবে এই দুই তারকার রসায়নের দিকে।
সব মিলিয়ে, পুরনো গুঞ্জনের ছায়া পেরিয়ে আবার নতুন আলোয় ফিরছেন অভিষেক-ঐশ্বরিয়া। আর অভিষেক-নিমরত জুটির নতুন সিনেমা ঘিরে তৈরি হচ্ছে নতুন কৌতূহল। বলিউডের সম্পর্কের সমীকরণে এই ছবি কি নতুন অধ্যায় আনবে, সেটাই এখন দেখার।
এসএন