আজকের বলিউডে যখন তারকারা ‘চরিত্রের দাবি’ বলে প্রায় সব কিছু করতে প্রস্তুত, তখন রাশমিকা মান্দানা এক ব্যতিক্রম উদাহরণ। দক্ষিণ থেকে বলিউড, সর্বত্র জনপ্রিয় এই অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই ধূমপানের দৃশ্যে অভিনয় করবেন না। কোনো চরিত্র, কোনো পরিচালকের প্রস্তাব, এমনকি কোটি টাকার চুক্তিও তাঁকে এই অবস্থান থেকে সরাতে পারবে না।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রাশমিকা বলেন, “আমি ধূমপান পছন্দ করি না। আমি এর বিরুদ্ধে।” তাঁর মতে, সিনেমায় তারকাদের কার্যকলাপ শুধুই বিনোদন নয় — এগুলো প্রভাব ফেলে সমাজে, বিশেষত তরুণ প্রজন্মের ওপর। তাই এই অবস্থান শুধুমাত্র পছন্দ-অপছন্দের জায়গা নয়, এটি তাঁর মূল্যবোধের প্রতিচ্ছবি।
তিনি আরও বলেন, স্ক্রিপ্ট পড়ার সময়ই প্রাথমিক আলোচনায় এই বিষয়টি স্পষ্ট করে দেন। যদি চরিত্রে ধূমপান বা অনুরূপ কিছু থাকে, তবে তিনি সেই স্ক্রিপ্টই গ্রহণ করেন না। তাঁর এই স্পষ্ট বক্তব্য নির্মাতাদেরও সৎ ভাবতে বাধ্য করে, নীতির সঙ্গে আপস না করার এমন দৃষ্টান্ত এখনো বলিউডে বিরল।
অনেকে ভাবতে পারেন, এতে হয়তো কেরিয়ারে সমস্যা হতে পারে, কিন্তু রাশমিকার জবাব, “সবাই সবকিছু পছন্দ করবে না। যার যেটা ভালো লাগে, সেটা দেখুন। ঠিক আছে।” সিনেমার ভাষা নিয়ে সবাইকে খুশি করার দায় যে অভিনেতার নেই, সেটাও তিনি বুঝিয়ে দেন।
সাফল্যের সঙ্গে যেমন আসে প্রভাব, তেমনি আসে দায়িত্ব। রাশমিকা সেই দায়িত্ববোধ নিয়েই এগোচ্ছেন। কেবল ‘ন্যাশনাল ক্রাশ’ তকমা নয় — তাঁর এই অবস্থান প্রমাণ করে, তিনি ভবিষ্যতের পথপ্রদর্শক হতে পারেন এক নতুন ধরনের তারকার।
এসএন