দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি বনাম বলিউডের বক্স অফিস যুদ্ধ নতুন নয়। তামিল-তেলুগু সিনেমার চাপে সিনেবাজারে বলিউড অনেকটাই বর্তমানে কোণঠাসা। কারণ গোটা বিশ্বজুড়ে সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকায় পরপর নাম রয়েছে দক্ষিণী সিনেমাগুলিরই। সেখানে একা আমির খানের ‘দঙ্গল’ লড়াই করে চলেছে।
তবে এবার বোধহয় নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সেই মানচিত্র বদলে দিতে চলেছে। পয়লা ঝলক দেখে অন্তত তেমনটাই ভবিষ্যদ্বাণী করছেন সিনেবিশেষজ্ঞরা। আর এমন আবহেই রণবীর কাপুরের ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর ফার্স্ট লুক দেখে ‘আদিপুরুষ’ প্রভাসকে নিয়ে ট্রোল-মিমের অন্ত নেই নেটভুবনে।
২০২৩ সালের জুন মাস। ‘আদিপুরুষ’ নিয়ে গোটা দেশে লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছিল! উঠেছিল নিন্দা-সমালোচনার ঝড়। নির্মাতাদের পড়তে হয় লাগাতার আইনি রোষানলে। এমনকী আপত্তি উঠেছিল প্রতিবেশী দেশ নেপাল থেকেও। দুর্বল গ্রাফিক্স, চটুল সংলাপে ঠাসা নতুন রামায়ণকে কোনওভাবেই মেনে নিতে পারেননি দেশের সিনেপ্রেমীরা।
স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল বক্সঅফিসে। ৫০০ কোটি বাজেটের নির্মিত সিনেমার লভ্যাংশ ঘরে তুলতে গিয়ে রীতিমতো নাকানিচোবানি খেতে হয় নির্মাতাদের।
সাম্প্রতিক অতীতে এত ভয়ানক বিতর্ক আর কোনও ছবিকে ঘিরে হয়নি সম্ভবত! আর সেই ঘটনা থেকেই শিক্ষা পরিচালক নীতেশ তিওয়ারি প্রতিশ্রুতি দিয়েছিলেন, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।” বৃহস্পতিবার সেই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে ‘আদিপুরুষ’ বিতর্ক।
কেউ বলছেন, ‘আদিপুরুষ একটা শিক্ষা ছিল। আর রণবীরের রামায়ণ হচ্ছে তার জবাব।’ একাংশ আবার ওম রাউতকে কটাক্ষ করে বলছেন, ‘দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি এবার বলিউডকে দেখে শিখুক ভিএফএক্স-এর কাজ কাকে বলে?’ কেউ বা বলছেন, ‘আদিপুরুষ-এর মারাত্মক বিপর্যয়ের পর রণবীরের রামায়ণ-এর কাস্টিং দেখে মনে প্রত্যাশা জাগছে। এই ছবি হিট করবেই। ঝলকই তার প্রমাণ।’
কেউ কেউ আবার প্রভাসকে ছাপড়ি বলে কটাক্ষ করে বলছেন, ‘এবার পার্থক্যটা বোঝা গেল তো! রামের চরিত্রে অভিনয় করার জন্য যে ধরনের নিষ্ঠার প্রয়োজন, সেটা রণবীরের কাছ থেকে শেখা উচিত। ছাপড়ি প্রভাস তো রামায়ণকে উপহাসে পরিণত করেছিল।’
কেউ আবার ‘আদিপুরুষ’ পরিচালক ওম রাউতকে নিদান দিলেন, ‘দেখে শিখুন হিন্দু ধর্ম, পুরাণ নিয়ে সিনেমা করতে হলে কী করা উচিত আর কী উচিত নয়!’ অনেকে আবার প্রভাস ভক্তদের ব্যঙ্গ করে লিখেছেন, ‘এবার তোরা কোথায় মুখ লুকোবি ভাই?’ একাংশ আবার গব্বরের সংলাপ ধার করে প্রভাসের উদ্দেশে সরাসরি বললেন, ‘অব তেরা ক্যায়া হোগা কালিয়া…?’ সবমিলিয়ে রণবীর কাপুরের ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর পয়লা ঝলক প্রকাশ্যে আসার পর আবারও বিতর্কের শিরোনামে প্রভাসের মেগাবাজেট সিনেমা ‘আদিপুরুষ’।
প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যে কোনও পরিচালকের জন্যই যে রামায়ণ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং ছিল, তা বলাই বাহুল্য।
তবে সেই চ্যালেঞ্জ নিয়ে নীতেশ তিওয়ারি আর নমিত মালহোত্রা। আর শুধু চ্যালেঞ্জই নেননি, পয়লা ঝলক দেখিয়ে প্রশংসাও কুড়োচ্ছেন সিনেম্যাটিক ট্রিটমেন্ট আর উন্নতমানের ভিএফএক্সের জন্য।
এমআর