জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, এনসিপি একবারও বলেনি যে নির্বাচন পেছাতে হবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তিনি বলেন, বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে, সেখান থেকে আমাদের দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে। গতকাল ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, এনসিপি একবারও বলেনি যে নির্বাচন পেছাতে হবে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু একটি দল থেকে এনসিপির বিরুদ্ধে প্রতিনিয়ত কথাগুলো বলা হচ্ছে।
বড় বড় দলগুলো এনসিপির বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আহ্বান জানাব— আমাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াবেন না। আমাদের এমনিতেই ভারত থেকে ছড়ানো মিসইনফরমেশন সামাল দিতে কষ্ট হচ্ছে।
তিনি বলেন, আমাদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার ইচ্ছা ছিল না। এটা আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন। যেহেতু এখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে, তাই আমরা রাজনৈতিক দল গঠন করেছি।
তিনি বলেন, আমরা এখন বাংলাদেশে পদযাত্রা করছি, মানুষের সঙ্গে কথা বলছি। বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলছে, সন্ত্রাস-দুর্নীতি চলছে। প্রশাসন থেকে এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানুষ ধরেই নিচ্ছে যে একটি দল নাকি সরকারে আসবে এবং ওই দলের এজেন্ডা বাস্তবায়নে বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। আমরা এই বিষয়গুলা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি।
ইউটি/এসএন