সাবেক অধিনায়কের অভিযোগ, লেগ স্পিন খেলতে পারে না বাংলাদেশ

২৪৫ রান তাড়া করতে নেমে একশ ছোঁয়ার পর বাংলাদেশ পাঁচ রানে হারায় সাত উইকেট। অকল্পনীয়, অভাবনীয় ধস। কল্পনাতীত বিপর্যয়ের পর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। কলম্বোয় গত পরশু বাংলাদেশ হেরেছে ৭৭ রানে। সাবেক অধিনায়ক রকিবুল হাসান জানালেন, ‘আমি কফি না, চা খাচ্ছিলাম আর খেলা দেখছিলাম। ওই অবস্থায় চা খাওয়া আর হয় না। বললাম, এটা কী হচ্ছে।’ 

রকিবুলের ধারণা, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর উদাহরণ অবশ্য আছে। আবার ঘুরে না দাঁড়াতে পারার নজিরও রয়েছে একাধিক। 

রকিবুল হাসান বলেন, ‘যেভাবে ব্যাটাররা আউট হয়েছে, অবাক লাগে। আরেকটু সতর্ক থাকা উচিত ছিল। ১০০ হওয়ার পর জয়ের আভাস পাচ্ছিলাম। কিন্তু লেগ-স্পিন খেলতে পারলাম না আমরা।’ 



ওয়ানিন্দু হাসারাঙ্গা বাংলাদেশকে ধসিয়ে দেন। মাত্র ১০ রানে চার উইকেট নেন এই লেগ-স্পিনার। রকিবুল বলেন, ‘আমরা ঘরোয়া ক্রিকেটে ভালো লেগ-স্পিনারদের বিপক্ষে খেলতে পারি না। লেগ-স্পিনারদের বিপক্ষে ভালো খেলার খুব বেশি উদাহরণ নেই আমাদের। ঘরোয়া ক্রিকেটের দলগুলোও লেগ-স্পিনার খেলানোর চেষ্টা করে না। আমাদের একমাত্র রিশাদ হোসেন। সে খেলতে পারেনি পেটের পীড়ায় ভোগায়।’ 

তিনি বলেন, ‘হৃদয় (তাওহিদ) যেভাবে আউট হয়েছে, সে বোঝেনি যে বলটা গুগলি ছিল। বল ও প্যাডের মাঝখানে অনেক ফাঁক ছিল। এসব জায়গা থেকে শিক্ষা নিতে হবে।’

শারীরিকভাবে ফিট থাকার ওপরও নজর দিতে বললেন রকিবুল, ‘আমি সাকিব, তামিম, মুশফিক, রিয়াদকে কাছ থেকে দেখেছি। তারা ভাত খেতে চাইত না। এটা নিজের ওপর নিয়ন্ত্রণের বড় উদাহরণ। খেললেই শুধু হয় না। ফিটনেস ঠিক রাখা আরও বেশি জরুরি।’ 

তিনি বলেন, ‘মিরাজকে দেখে মনে হয়েছে, তার বোলিংয়ের ধার কমে গেছে। অধিনায়কের দায়িত্বের সঙ্গে সবকিছু ঠিক রাখতে হবে। তবে হতাশ হলে চলবে না। এখান থেকে ঘুরে দাঁড়ানোর আশা করতেই পারি। পরের ম্যাচে সব বিভাগে ভালো করে জিতব আশা করি।’ আগামীকাল একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।


ইউটি/এসএন


Share this news on:

সর্বশেষ

img
শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বাণিজ্য সচিব Jul 04, 2025
img
ব্যাংকক থেকে মিষ্টি খুনসুটি শেয়ার করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা Jul 04, 2025
img
৬২ রান করেও তামিম বললেন, নিজের সেরাটা দিতে পারিনি Jul 04, 2025
দীপিকার অর্জনে যুক্ত হচ্ছে আরেকটি বৈশ্বিক স্বীকৃতি Jul 04, 2025
হোটেলে হাঁটছিলাম, কেউ আমার দিকে ঘুরেও তাকাল না: অভিষেক Jul 04, 2025
চলতে পারে বরফে, উড়তে নয়—দেশে প্রথম হোমমেড ‘এয়ার স্লেজ’! Jul 04, 2025
“জুলাই শুধু এক দলের নয়!"যে কারণে সরে গেলেন উমামা ফাতেমা! Jul 04, 2025
৫৪ বছরে বহু ও ১৭ বছরও বহু রাজনীতি দেখেছেন কিন্তু মুক্তি দিয়েছে ছাত্র জনতা Jul 04, 2025
img
সরকারি চাকরি অধ্যাদেশে পরিবর্তন, তদন্ত ছাড়া আর শাস্তি নয় Jul 04, 2025
img
ব্রাজিলে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান আফিদা Jul 04, 2025
img
শুটিংয়ের ফাঁকে রাজ-শুভশ্রীর লাক্সারি ট্রিপ Jul 04, 2025
img
টিভি ও সংবাদপত্রের কিছু কর্তা সরাসরি সহিংসতা উসকে দিয়েছিলেন: উপ-প্রেস সচিব Jul 04, 2025
img
সহ-অভিনেতাদের বলা হতো আমাকে এড়িয়ে চলতে: ফাতিমা সানা শেখ Jul 04, 2025
img
শুরুটা ভালো হলেও ব্যাটিং ধসে লঙ্কানদের বিপক্ষে পরাজয় বাংলাদেশের Jul 04, 2025
img
সাফল্য নয়, সংগ্রামই তৈরি করেছে ঋতুপর্ণাকে Jul 04, 2025
img
'সে তো আজও বোঝে না' - সোহম চক্রবর্তীর অচেনা রূপ ফার্স্ট লুকে! Jul 04, 2025
img
সাজিদ খানের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করলেন এষা Jul 04, 2025
img
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: আবু সাঈদের ভাই Jul 04, 2025
জিম নয়, জাদুকরী পানীয়ই অক্ষয়ের ফিটনেসের চাবিকাঠি! Jul 04, 2025
ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন জুলাই শহীদ রনির মা! Jul 04, 2025