তিনবার বিয়ে। তিনবারই বিচ্ছেদ। কিন্তু তবুও শ্রাবন্তী চ্যাটার্জি বিশ্বাস হারাননি বিয়ের প্রতি। কারণ, তাঁর চোখে এখনও ভাসে মা-বাবার সম্পর্কের নিখুঁত ছায়া। টলিউডের এই গ্ল্যামার কুইন সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট হলেন, যা শুনে অনেকে বলছেন— অবশেষে শ্রাবন্তী নিজের হৃদয়ের জমানো কথাগুলো সাহস করে বললেন।
সরাসরি স্বীকার করলেন, জীবনের অতীত ভুলের কথা। বললেন, “আমি ভুল মানুষ বেছে নিয়েছিলাম, আর আমি একটু বেশিই ইমোশনাল। হয়তো আবেগে না ভেসে বাস্তবিক বুদ্ধি কাজে লাগানো উচিত ছিল।” এই একটি বাক্য যেন তাঁর জীবনের দীর্ঘ কাহিনির সারাংশ।
তবে শুধু অতীত নয়, ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছেন শ্রাবন্তী। তাঁর মতে, “নিজের সম্মান বজায় রাখা জরুরি। জীবন একটাই, তাই অন্যের কথা শুনে চললে চলবে না, নিজের মনকে ভালোবাসতে হবে।” এই উপলব্ধি থেকেই বুঝে নেওয়া যায়, তিনি আজ অনেক পরিণত, অনেক বাস্তব।
১৮ বছর আগে রাজীব বিশ্বাসের সঙ্গে শুরু হয়েছিল শ্রাবন্তীর বিবাহিত জীবন। সেই সংসারে রয়েছে একমাত্র ছেলে অভিমন্যু। তারপর কৃষাণ ব্রিজ, এরপর রোশন সিং— কিন্তু কোন সম্পর্কই টেকেনি স্থায়ীভাবে। তৃতীয় বিয়ের পরও চলছে আইনি টানাপড়েন।
তবে এই ভাঙাগড়ার গল্পের মাঝেই শ্রাবন্তী এক নতুন শিক্ষার কথা বলছেন। সম্পর্ক মানে কেবল প্রেম নয়— সেখানে চাই পরস্পরের সম্মান, বাস্তবতা ও সঠিক বাছাইয়ের বোধ। শ্রাবন্তীর স্পষ্ট স্বীকারোক্তিতে অনেকেই খুঁজে পাচ্ছেন নিজের জীবনের প্রতিচ্ছবি।
আলোচিত অভিনেত্রীর এই খোলা মনোভাব অনেকের কাছে এক অনুপ্রেরণা। ভুল করে ফেললেও, সেটাকে মেনে নিয়ে এগিয়ে চলাই তো আসল সাহস। শ্রাবন্তী ঠিক সেটাই করে দেখাচ্ছেন— ক্যামেরার সামনে নয়, বরং জীবনের মঞ্চেই।