দেশের কোন পরিবর্তন বা সংস্কার হয়নি উল্লেখ করে গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক উমামা ফাতেমা বলেছেন, জুলাই অভ্যুত্থান পরিবর্তনের যে স্বপ্ন পাঁচ আগস্ট দেখিয়েছিল, তার ধারে কাছে নেই অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি আমরা ছাত্ররা যারা অভ্যুত্থানের সময়ে বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখিয়েছিলাম সে স্বপ্নের কাছাকাছি নেই আমরাও। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে জুলাই-এর সকল এখতিয়ার একে একে তুলে দিয়েছে ছাত্ররা। ছাত্রদের হাতে এখন আর কোন এখতিয়ার নেই। সরকার একটা জাতীয় ঐকমত্য কমিশন করে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কিছু সংস্কার করবে বলেছে। এতে সকল রাজনৈতিক দল যে বিষয়ে একমত হবে শুধুমাত্র সেই সংস্কারগুলোই বাস্তবায়ন হবে। অর্থাৎ কোন বিষয়ে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ হলেও সকল রাজনৈতিক দল একমত না হলে তা বাস্তবায়ন হবে না।
তিনি আরো বলেন, তাহলে এতে লাভ কি, যদি দিনশেষে গোটা একটা অভ্যুত্থান আমরা রাজনৈতিক দলগুলোর হাতে গিয়ে তুলে দিয়ে আসি। তিনি বলেন, কিছু ঐতিহাসিক ভুল জুলাই পরবর্তী সময়ে আমাদের অভ্যুত্থানকে খুবই জটিল একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। জুলাই বেঁচে থাকবে তার পরিবর্তনের মধ্য দিয়ে। যদি বাংলাদেশ আগামী দিনে ওই সংস্কারের স্বপ্নগুলো পুনর্জীবিত করতে পারে তাহলে জুলাই পুনরায় ফিরে আসবে।জুলাই যদি এই দেশে আগামী ১০ বা ২০ বছরে কোন পরিবর্তন আনতে না পারে তাহলে জুলাই এদেশে টিকবে না।
তার মতে, জুলাই-এ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবার পুনরায় মাঠে নামতে হবে। রিকশাওয়ালা, পান বিক্রেতা, চা বিক্রেতা, মিরপুর ১০ এর হকার যে স্বপ্ন নিয়ে সেদিন রাস্তায় নেমেছিল তা পূরণে বাংলাদেশের জনগণকে পুনরায় একত্রিত হতে হবে।
আরআর/এসএন