দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ডিয়ার মা’ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর এ সিনেমায় মায়ের চরিত্রে জয়াকে দেখা যাবে। আসছে ১৮ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
‘ডিয়ার মা’ মুক্তির আগে বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। এটি মুক্তির পর দর্শকদের কাছ থেকে প্রশংসা লাভ করেছে। জয়া আহসানের সিনেমাটির আলোচনা এখন আরও একধাপ বৃদ্ধি পেয়েছে। কারণ বলিউড শাহেন শাহ খ্যাত অমিতাভ বচ্চন ‘ডিয়ার মা’ সিনেমাটির ট্রেলারটি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন! সেই সঙ্গে নির্মাতাসহ সিনেমাসংশ্লিষ্ট প্রত্যেককে শুভকামনায় ভাসিয়েছেন।
আজ (৪ জুলাই) সকালে সাড়ে দশটার দিকে ট্রেলারটি নিজের ফেসবুকে শেয়ার করে অমিতাভ বচ্চন বলেছেন, ‘টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়।’ অমিতাভের এ পোস্টটের কমেন্টে সবাই বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে শুভেচ্ছা জানাচ্ছেন।
‘ডিয়ার মা’ ট্রেলারে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে। সিনেমার শুরুতে দেখা যায়, মেয়ে দাবা খেলছে, মা সেটা দেখছেন। সিনেমায় একজন মা ও মেয়ের সম্পর্কে টানাপোড়েনের গল্প তুলে হবে।
এর আগে জয়া আহসান অনিরুদ্ধ নির্মিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করেছেন। এটি ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পায়। সিনেমাটি দিয়ে বিরতির পর বাংলা সিনেমা পরিচালনায় ফিরলেন অনিরুদ্ধ। এ দুই মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া ও চন্দন রায় সান্যাল। এতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন প্রমুখ।
এদিকে এবারের ঈদুল আজহায় জয়াকে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’সিনেমায় দেখা গেছে জয়াকে। সিনেমাটি দুটি বেশ আলোচনায় এসেছে।