জেমস গান পরিচালিত আসন্ন সুপারম্যান ছবিতে লেক্স লুথর চরিত্রে অভিনয় করছেন নিকোলাস হল্ট। এই সিনেমা মুক্তি পাবে ২০২৫ সালের ১১ জুলাই। সম্প্রতি এক সাক্ষাৎকারে হোল্ট জানিয়েছেন, ভবিষ্যতের ডিসি সিনেমায় তিনি লুথরকে জোকারের সঙ্গে একজোট হয়ে দেখতে চান।
অভিনয়ের প্রস্তুতির সময় তিনি একটি কমিক বইয়ের গল্প পড়েন যেখানে লুথর ও জোকার একসাথে হাত মেলায়। এই গল্পটি তার খুব ভালো লেগেছে। তিনি বলেন, যদি ভাগ্য ভালো হয় এবং তারা আরও সিনেমা বানাতে পারেন, তবে এই জুটি বড় পর্দায় দেখতে চান।
ডিসির পুরনো গল্পে লুথর ও জোকারের জোট নতুন নয়। ১৯৯৭ সালে ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজের ‘ওয়ার্ল্ডস ফাইন্যেস্ট’ পর্বে তাদের এই অদ্ভুত জোট দেখা গেছে। সেখানে সুপারম্যান ও ব্যাটম্যান একসাথে হয়ে তাদের মোকাবিলা করেন।
লেক্স লুথর ঠান্ডা মাথার বুদ্ধিমত্তা আর জোকারের উন্মাদ ও অনিশ্চিত আচরণ—এই দুইয়ের মিলনে তৈরি হয় ভয়ঙ্কর জুটি। হোল্টের এমন ইচ্ছে ভবিষ্যতের ডিসি সিনেমায় খলনায়ক-কেন্দ্রিক গল্পের নতুন দিক খুলে দিতে পারে।
ডিসি ইউনিভার্সে এখন বড় ধরনের পরিবর্তন চলছে। জেমস গান ও পিটার সাফরান পুরো পরিকল্পনা নতুনভাবে সাজাচ্ছেন। লেক্স লুথর চরিত্র যখন ইতিমধ্যেই আসন্ন সুপারম্যান সিনেমায় থাকছে, তখন এই ধরনের জোটের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।