বলিউডের রঙিন আলোর আড়ালে যে অন্ধকার দিক আছে, তা নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সানা শেখ। নিজের কেরিয়ারের শুরুর দিনগুলোর তিক্ত অভিজ্ঞতা অকপটে ভাগ করে নিলেন তিনি।
ফাতিমা জানান, শুটিং সেটে তাঁকে অনেক সময় দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো ব্যবহার করা হতো। এমনকি সহ-অভিনেতাদের বলে দেওয়া হতো যেন তাঁকে বিশেষ গুরুত্ব না দেওয়া হয়। এই অভিজ্ঞতা যে তাঁকে মানসিকভাবে কতটা কষ্ট দিয়েছিল, তা স্পষ্ট করেই জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আমি ছোট চরিত্র থেকে বড় চরিত্রে এসেছি, কিন্তু সব জায়গাতেই বৈষম্যের মুখোমুখি হয়েছি। তাই আজ আমি চাই, দায়িত্ব নিয়ে জুনিয়র শিল্পীদের সঙ্গে সদয় হই, যেন তারা আমার মতো কষ্ট না পায়।”
ফাতিমা র এই স্বীকারোক্তি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলিউডের সেই কঠোর বাস্তবতা যেখানে স্বজনপ্রীতি আর গোষ্ঠীবাজির কারণে অনেক প্রতিভাকে যথোচিত সম্মান দেওয়া হয় না।
২০১৬ সালের ব্লকবাস্টার ‘দঙ্গল’ তাঁকে পরিচিতি দিয়েছিল সারা দেশে। কিন্তু সেই খ্যাতি সত্ত্বেও কাজের জগতে সম্মান পাওয়া সহজ ছিল না। বর্তমানে তিনি কাজ করছেন ‘মেট্রো... ইন দিনো’ ছবিতে, যেখানে বড় তারকাদের সঙ্গে তাঁকে পর্দা ভাগ করতে দেখা যাবে।
ফাতিমা নিজের কষ্টের অভিজ্ঞতাকে শিক্ষার জায়গা করে নিয়েছেন। তিনি চান, পরবর্তী প্রজন্মের শিল্পীরা যেন এমন অপমান ও অবহেলার শিকার না হন।