এ কে আজাদের বাসভবনে হামলা, ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

ফরিদপুরে সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদের বাড়িতে হামলার ঘটনায় মহনগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ (৫৫) বিএনপির ১৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

হামীম গ্রুপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান (৪০) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এই মামলা দায়ের করেন।

মামলা গ্রহণ করে ফরিদপুর কোতোয়ালি থানার ডিউটি অফিসার এস আই আহাদউজ্জামান বলেন, গত বৃহস্পতিবার এ কে আজাদের বাড়িতে সংঘটিত হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে বাইরে আছেন। তিনি (ওসি) এলে বিষয়টি তাকে অবগত করা হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে তিনি হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের শহরের ঝিলটুলীস্থ অফিস কাম বাসভবনে কর্মরত ছিলেন।

সে সময় তার সঙ্গে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. সোলাইমান হোসেন, সিকিউরিটি গার্ড মো. মেহেদী হাসান, কেয়ারটেকার মো. জালাল শেখ, পরিচ্ছন্ন কর্মী আব্দুল হান্নান, গৃহপরিচারিকা মাজেদা বেগম, সিসিটিভি অপারেটর সেলিম হোসেন ও সহকারী শাওন শেখ উপস্থিত ছিলেন।

এতে আরও বলা হয়, ওই সময়ে একদল উগ্র সন্ত্রাসী হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ড মো. মেহেদী হাসানকে খুন জখমের হুমকি দিয়ে এ কে আজাদের বাসায় প্রবেশ করে ত্রাস সৃষ্টি করেন। তারা বাড়ির ভেতর ঢুকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন এবং অশ্রাব্য ভাষায় গালি দেতে থাকেন।

এজাহারে আরও বলা হয়, তিনি (রাফিজুল) আসামিদের গালাগালি শুনে কক্ষ থেকে বের হয়ে উঠানে আসার সঙ্গে সঙ্গে গোলাম মোস্তফা হুমকি দিয়ে বলেন, 'তোর স্যার এ কে আজাদ যেন ফরিদপুর না আসে। যদি আসে তা হলে তাকে হত্যা করে মরদেহ পদ্মা নদীতে ভাসিয়ে দেব।' গোলাম মোস্তফাসহ অন্য আসামিরা আরও হুমকি প্রদান করে, এ কে আজাদের বাড়ি, ঘর, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান যা আছে আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবো। জনসেবা করার স্বাদ মিটিয়ে দেবো।

এতে বলা হয়, পরে আসামিরা ‘এ কে আজাদের চামড়া তুলে নিবো আমরা’ সহ বিভিন্ন প্রকার প্রাণনাশক ও অরাজক উক্তির স্লোগান দিতে দিতে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এজাহারে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন (৩৮), কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদল সহসভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০) প্রমুখ।

এ ব্যাপারে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা বলেন, ওই বাড়িতে আওয়ামী লীগের গোপন সভা হচ্ছে, এ তথ্য পেয়ে আমরা গিয়েছিলাম। ওখানে আমি নিজে কিংবা আমার সঙ্গে যারা ছিলেন তারা কেউ কোনো হুমকিধমকি দেননি। একটি ঢিলও ছোড়া হয়নি। তিনি বলেন, কেউ অভিযোগ করতেই পারে তবে তা তাকে প্রমাণ করতে হবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. এম এ জলিল বলেন, অভিযোগটির কথা শুনেছি। এটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টি ফোরের সত্ত্বাধীকারী এ কে আজাদের ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ বাস ভবনে চড়াও হন মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ‘এ কে আজাদের বাড়িতে গোপন বৈঠক করছে আওয়ামী লীগ’-এমন অভিযোগ এনে ওই বাড়িতে চড়াও হন তারা।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভোট গণনায় লোকবল বাড়ানো হয়েছে: প্রধান নির্বাচন কমিশনার Sep 12, 2025
img
দুই পক্ষের সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্র Sep 12, 2025
img
শুধু কথা নয়, পদক্ষেপ নিতে হবে ইরানকে : যুক্তরাষ্ট্র Sep 12, 2025
img
নগর ভবন ৪০ দিন বন্ধ তবুও তেল খরচ, তদন্ত করবে ডিএসসিসি Sep 12, 2025
img
বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা মূল্যয়নে ডিএসসিসির কমিটি গঠন Sep 12, 2025
img
বিদেশি সিনেমা দেখলেই উত্তর কোরিয়ায় ‘ভয়ঙ্কর মৃত্যুদণ্ড’ Sep 12, 2025
চবির ছাত্র আন্দোলনের সবশেষ অবস্থা কী ? Sep 12, 2025
রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবন নিয়ে ছাত্র-জনতার ক্ষোভ! Sep 12, 2025
img
ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই : চরমোনাই পীর Sep 12, 2025
img
ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা, ফলাফল আজকের মধ্যেই : নির্বাচন কমিশন Sep 12, 2025
img
রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ নেতা গ্রেপ্তার Sep 12, 2025
img
হিজাবের কারণে মাঠে হেনস্থার শিকার হয়েছিলেন অজি ক্রিকেটার খাজার মা! Sep 12, 2025
img

নয়াদিল্লিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা সভা

জামায়াত হচ্ছে চিতাবাঘ, কখনও তারা অবস্থান পরিবর্তন করে না: ভারতের সাবেক রাষ্ট্রদূত Sep 12, 2025
img
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নৈশভোজ Sep 12, 2025
আমরা কি স্বাধীন হয়ে গিয়েছি | ইসলামিক জ্ঞান Sep 12, 2025
পাঞ্জাবের বন্যায় শাহরুখের সহায়তা, ১৫০০ পরিবার পেল জরুরি ত্রাণ Sep 12, 2025
প্রকাশিত হলো ২০২৬ বিশ্বকাপের টিকিট মূল্যতালিকা! Sep 12, 2025
“ভুল স্বীকার করলেই সমাধান” আওয়ামী লীগকে ইঙ্গিত ফখরুলের Sep 12, 2025
শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ হামিমের! Sep 12, 2025
দোহায় বিমান হামলা: কাতার বলল আন্তর্জাতিক আইন লঙ্ঘন Sep 12, 2025