লিভারপুল ফুটবল ক্লাবের দুই প্রিয় মুখ ডিওগো জোতা ও আন্দ্রে সিলভার শেষকৃত্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভার্জিল ভ্যান ডিজক এবং অ্যান্ডি রবার্টসনের নেতৃত্বে লিভারপুল খেলোয়াড়দের একটি প্রতিনিধি দল গির্জায় পৌঁছান, সঙ্গে ছিল জোটার ২০ নম্বর এবং সিলভার ৩০ নম্বর স্মারক সম্বলিত ফুলের শ্রদ্ধাঞ্জলি।
খেলোয়াড়দের গির্জায় প্রবেশ করার মুহূর্তে উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়ে, যা একদিকে ছিল শ্রদ্ধার নিদর্শন, অন্যদিকে আবেগে পরিপূর্ণ এক মুহূর্ত। লিভারপুলের খেলোয়াড়দের চোখে মুখে দেখা যায় গভীর বেদনা, স্পষ্টতই তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।
এই প্রতিনিধি দলে ছিলেন ম্যাক এলিস্টার, হার্ভি ইলিয়ট, কোডি গ্যকপো, কাইওমহিন কেলেহার, কনর ব্র্যাডলি, ওয়াতারু এন্ডো, ডারউইন নুনেজ, ফেদেরিকো চিয়েসা, ইব্রাহিমা কোনাটে, রায়ান গ্রেভেনবার্চ এবং লিভারপুলের প্রাক্তন অধিনায়ক জর্ডান হেন্ডারসন। লিভারপুলের বর্তমান ম্যানেজার আর্নে স্লটকেও শেষকৃত্যে উপস্থিত থাকতে দেখা গেছে।
এই সম্মিলিত শ্রদ্ধাঞ্জলি লিভারপুলের ঐক্য, ভালোবাসা এবং মানবিকতা তুলে ধরে—যেখানে ফুটবলের গণ্ডি পেরিয়ে বন্ধন গড়ে ওঠে হৃদয়ের সঙ্গে।
টিকে/