সিলেট জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট।
পাঁচ দফা দাবিতে শনিবার (৫ জুলাই) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এতে জেলার সড়কগুলোতে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে এবং পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
জানা গেছে, পূর্বঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে জেলা প্রশাসকের অপসারণের দাবি বাদ দেয়া হয়েছে। নতুন করে বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধের দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে।
শ্রমিক নেতারা জানান, দাবি আদায় না হলে ধর্মঘটের পর জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধ করে দেয়া হবে।
তবে ধর্মঘটের সময়কাল নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন কিছু পাথর ব্যবসায়ী নেতা। তাদের মতে, ছুটির দিন ও আশুরার মতো ধর্মীয় দিনকে কেন্দ্র করে আন্দোলন অযৌক্তিক।
উল্লেখ্য, গত ২ জুলাই সিলেট শহরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষিত হয়।
এফপি/ টিএ