দু’বছর আগে প্রভাস অভিনীত ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ মুক্তি পেয়েছিল অনেক শোরগোলের মধ্যে। কিন্তু সেই ছবির স্মৃতি যেন কিছুতেই ভোলাতে পারছে না দর্শক। এবার নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক প্রকাশ হতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে সেই পুরনো বিতর্ক।
‘রামায়ণ পার্ট ওয়ান’-এর টিজার প্রকাশের পর থেকেই দর্শকের প্রশংসা কুড়াচ্ছে এর দারুণ ভিএফএক্স, গম্ভীর টোন ও ভিজ্যুয়াল ফিনিশিং। রণবীর কাপুরের রামের চরিত্রে সংযত, গম্ভীর রূপ আর যশের রাবণের ভয়ংকর উপস্থিতি যেন একেবারে কাব্যিক সত্যি করে তুলেছে এই পৌরাণিক লড়াই।
ঠিক এখানেই তুলনা শুরু। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে কেন ‘আদিপুরুষ’ তা পারল না? দুই বছর আগের সেই ছবিটি ছিল উচ্চ প্রত্যাশার কেন্দ্রে। কিন্তু মুক্তির পর সমালোচিত হয়েছিল কার্টুনের মতো ভিএফএক্স, অযাচিত হাস্যকর সংলাপ আর পবিত্র চরিত্রদের অপমানজনক উপস্থাপনার জন্য। ভক্তদের ক্ষোভ ছিল তুঙ্গে, অনেকে বলেছিলেন এ নাকি ‘রামায়ণ’-এর অপমান।
এবার যখন নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ দর্শকের সামনে এল, তখনই নেটিজেনরা তুলনা টেনে আনলেন। কেউ লিখলেন ‘‘এই তো প্রকৃত রাম।’’ আরেকজন বললেন ‘‘দু’বছর ধরে অপেক্ষা করছিলাম আদিপুরুষের স্মৃতি মুছতে।’’ অনেকেই মনে করছেন, নিতেশ তিওয়ারি দেখিয়ে দিলেন কীভাবে এক পৌরাণিক কাহিনীকে সম্মান ও ভাবগম্ভীরতার সঙ্গে পর্দায় তুলে ধরা যায়।
এদিকে ‘রামায়ণ পার্ট ওয়ান’ ছবিটি এখন ভারতের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর একটি হয়ে উঠেছে। দর্শকরা বলছেন, এবার সত্যিকারের এক মহাকাব্যিক অভিজ্ঞতার জন্য তাঁরা প্রস্তুত।
আদিপুরুষের ব্যর্থতার পর যেভাবে এই নতুন ছবি দর্শকদের প্রত্যাশা জাগাচ্ছে, তা ভারতের সিনেমা জগতে এক নতুন সম্ভাবনার দ্বারও খুলে দিচ্ছে। মনে করা হচ্ছে, নিতেশ তিওয়ারির এই প্রয়াস হয়তো সেই দীর্ঘদিনের ক্ষত মুছে দিয়ে পৌরাণিক ছবিকে ফিরিয়ে আনবে শ্রদ্ধা আর মুগ্ধতার আলোয়।
পিএ/ এসএন