অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে বাহ্যিক রূপ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকে। যদিও সে ভাবনা ভেঙেছে বারবার। অভিনয় দক্ষতাই যে তাঁদের সবচেয়ে বড় শক্তি, সে প্রমাণ মিলেছে একাধিকবার। তা সত্ত্বেও অভিনেতা রাম কাপুরের ভাবনাচিন্তায় কোনও বদল নেই। এবার স্মৃতি ইরানির চেহারা নিয়ে তাঁর মন্তব্যে উঠেছে বিতর্কের ঝড়।
রাম কাপুর বলেন, “ভারী চেহারার পুরুষদের সফল হওয়া কঠিন। তবে মহিলাদের ক্ষেত্রে সে আশঙ্কা কম। স্মৃতি ইরানি অতি চেহারা হওয়া সত্ত্বেও সফল। ” রাম কাপুরের অতীতে নিজের ভারী চেহারার কথা উল্লেখ করে আরও বলেন, “যখন অভিনয় জগতে আসেন তখন আমার মতোই মোটা ছিলেন। উনি আমার চেয়ে বেশি সফল। তবে উনি খুব তাড়াতাড়ি অভিনয় জগৎ থেকে সরে গিয়েছেন।”
রাম কাপুরের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে বিতর্কের ঝড়। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আবার কারও মতে, একজন মহিলাকে নিয়ে ঠিক কীরকম মন্তব্য করা উচিত, তা সম্ভবত ভুলে গিয়েছেন অভিনেতা। কেউ কেউ বলছেন, বডিশেমিং যে করা উচিত নয়, তা সম্ভবত জানেন না অভিনেতা। কেউ বলছেন, ওঁকে দয়া করে চুপ করতে বলুন। বলে রাখা ভালো, সম্প্রতি বারবার বেফাঁস মন্তব্য করছেন রাম কাপুর। দিনকয়েক আগে তাঁর ওয়েব সিরিজ ‘মিস্ট্রি’র প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন। কাজের চাপের সঙ্গে ‘গণধর্ষণে’র তুলনা টানেন। তাঁর এই মন্তব্যের ফলে অস্বস্তিতে পড়েন ওই ওয়েব সিরিজের অন্যান্য কলাকুশলীরা। রাম কাপুরও নেটপাড়ায় যথেষ্ট সমালোচনার শিকার হন। সেই রেশ কাটতে না কাটতে ফের বিতর্কে অভিনেতা।
এফপি/ টিএ