এজবাস্টনে ভারতের ‘প্রথম’ টেস্ট জয়সহ সব কীর্তি

গত মে মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ভারতের দুই সেরা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে রোহিত-কোহলিবিহীন টেস্ট যুগ শুরু করে টিম ইন্ডিয়া। এই সিরিজ দিয়ে অধিনায়কত্বের ‘আর্মব্যান্ড’ পরেন শুভমান গিল। যদিও শুরুটা প্রত্যাশামতো ছিল না। হেডিংলিতে বলতে গেলে ইংল্যান্ডের কাছে তেমন পাত্তা পায়নি ভারত। 

তবে দ্বিতীয় টেস্টেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। এজবাস্টনে ৩৩৬ রানের জয় পেয়েছে টিম ইন্ডিয়া। প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুভমন গিল। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয়বারে ১৬১ রান করেন।

অন্যদিকে, দ্বিতীয় টেস্টে জাসপ্রীত বুমরাহকে বিশ্রামে রাখায় কম সমালোচনা হয়নি। তার জায়গায় সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিলেন আকাশ দীপ। দুই ইনিংস মিলিয়ে যিনি ম্যাচের সেরা বোলারও। প্রথম ইনিংসে ৪টির পর দ্বিতীয়বার ৬ উইকেট নিয়ে ২৮ বছর বয়সী পেসারও রাখেন বড় অবদান। এই টেস্টে জয়ের পর বেশ কিছু নজিরও গড়েছে ভারতীয় দল। এজবাস্টনে স্বাগতিকদের বিপক্ষে নবম দেখায় এটিই ভারতের প্রথম।




৩৩৬ রান

রানের হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয়ও (৩৩৬ রান) এটি। এ ছাড়া দেশের বাইরে রানের হিসেবে তাদের সবচেয়ে বড় জয় এটি। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে হারিয়েছিল ভারত। সেই রেকর্ড ভেঙেছেন শুভমনরা। শুধু ভারত নয়, ইংল্যান্ডের মাটিতে এশিয়ার দলগুলোর মধ্যে এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়।

৬০

এই জয়ের ফলে বিশ্বের সবচেয়ে বেশি ভেন্যুতে টেস্ট জয়ের নজিরও গড়েছে ভারত। ১৯৩২ সালে প্রথমবার টেস্ট খেলা শুরু ভারতের। তারপর ৯৩ বছরে বিশ্বের মোট ৮৫টি মাঠে ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে ৬০টি মাঠে অন্তত একটি টেস্টে হলেও জিতেছে তারা। এতদিন ৫৯ মাঠে জিতেছিল ভারত। তাতে যুক্ত হলো এজবাস্টন।৬০ মাঠের মধ্যে ২৩টি ভারতে। তার মধ্যে চেন্নাইয়ে সবচেয়ে বেশি ১৬টি টেস্ট জিতেছে ভারত। দেশের বাইরে ৩৭ মাঠে অন্তত একটা হলেও টেস্ট জিতেছে ভারত। তার মধ্যে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে মেলবোর্নে। অস্ট্রেলিয়ার এই মাঠে চার বার টেস্ট জিতেছে ভারতীয় দল। লর্ডসে তারা জিতেছে তিন বার। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা বিশ্বের ৫৭ মাঠে টেস্ট জিতেছে। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ৫৫ মাঠে এই কীর্তি করেছে তারা।

২৫ বছর ৩০১ দিন

এদিকে, ভারতের কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট জিতেছেন শুভমন গিল। ২৫ বছর ৩০১ দিনে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগে ১৯৭৬ সালে ২৬ বছর ২০২ দিন বয়সে অকল্যান্ডে নিউজিল্যান্ডকে হারিয়েছিলেন সুনীল গাভাস্কার। তার রেকর্ড ভাঙলেন শুভমন। ইংল্যান্ডে ভারতীয় বোলারদের মধ্যে এক টেস্টে সেরা বল করেছেন আকাশদীপ। এজবাস্টনে দুই ইনিংসে মিলিয়ে ১৮৭ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন তিনি। এর আগে ১৯৮৬ সালে এই মাঠেই ১৮৮ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন চেতন শর্মা। ইংল্যান্ডে আর কোনও ভারতীয় বোলারের এক টেস্টে ১০ উইকেটের নজির নেই।

১০০০ রান 

এই প্রথম বার টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০০০ বা তার বেশি রান করেছে ভারত। এজবাস্টনে প্রথম ইনিংসে ৫৮৭ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রান করেছে ভারত। অর্থাৎ, এই টেস্টে মোট ১০১৪ রান করেছে ভারত।


ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

সাংবাদিক পরিচয়ে এরা কারা? Jul 07, 2025
আয়না ঘরে দিনের পর দিন অমানবিক নির্যাতন: ছাত্রদল নেতার বিবরণ! Jul 07, 2025
জুলাই নিয়ে জাবি শিক্ষক-শিক্ষার্থীদের মতভেদ Jul 07, 2025
img
জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে : বাঁধন Jul 07, 2025
img
মঙ্গলবার ইরান থেকে ফিরবেন আরও ৩২ জন Jul 07, 2025
img
ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজে থাকছেন না হারিস রউফ! Jul 07, 2025
রেজিষ্ট্রেশনের চিঠি বাতিল করতে ইউনানী চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ! Jul 07, 2025
img
কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষা উপদেষ্টা Jul 07, 2025
img
টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার শক্তিশালী দল ঘোষণা Jul 07, 2025
img
ইয়েমেনের ৩ বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল Jul 07, 2025
img
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, ডিএসইতে লেনদেন ৫৭৩ কোটি Jul 07, 2025
img
উপজেলায় অধস্তন আদালতের সম্প্রসারণে রাজনৈতিক দলগুলোর নীতিগত সম্মতি Jul 07, 2025
সন্তানদের আড়ালেই রাখবেন আনুশকা-বিরাট Jul 07, 2025
img
‘খুব ভয়ে আছি’, ভিডিও বার্তায় বললেন অভিনেত্রী Jul 07, 2025
খালাস হানিফ পরিবহনের হানিফ Jul 07, 2025
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইনি অনিশ্চয়তায় বাংলাদেশ Jul 07, 2025
সাইফ পাওয়ারটেকের বিদায়, বন্দর পরিচালনা শুরু নৌবাহিনীর Jul 07, 2025
অবৈধ দখলদারদের কবলে দারুল ইহসান ট্রাস্ট মাদ্রাসা Jul 07, 2025
img
গত অর্থবছরের রাজস্ব আদায়ের পরিমাণ জানালেন এনবিআর চেয়ারম্যান Jul 07, 2025
সাংবাদিক পরিচয়ে এরা কারা? Jul 07, 2025