এজবাস্টনে ঐতিহাসিক জয়ে ভারতের নেতৃত্ব দিয়েছেন শুভমান গিল। ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে রসিক মেজাজে দেখা গেল ভারত অধিনায়ককে। তিনি খোঁজ করছিলেন সেই ইংলিশ সাংবাদিকের, যিনি ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের এজবাস্টনে বাজে রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
সেই ব্রিটিশ সাংবাদিককে উদ্দেশ করে গিল বলেন, ‘আমার প্রিয় সাংবাদিককে দেখতে পাচ্ছি না... উনি কোথায়? আমি উনাকে দেখতে চেয়েছিলাম,’— বলেই হাস্যরসের ছলে সাংবাদিককে ট্রল করলেন গিল। তার এই মন্তব্যে হাসির রোল পড়ে সংবাদ সম্মেলনে।
রেকর্ড ভেঙে ইংল্যান্ডকে হারানোর পর গিল জানান, ইতিহাস কিংবা পরিসংখ্যান নয়, বিশ্বাস ও পারফরম্যান্সই সব কিছু নির্ধারণ করে। গিল বলেন, ‘আমি আগেই বলেছিলাম, ইতিহাস-পরিসংখ্যান আমি খুব একটা মানি না। গত ৫৬ বছরে আমরা এখানে ৯টা ম্যাচ খেলেছি, আলাদা আলাদা দল ছিল সেগুলো।
আমি বিশ্বাস করি, ইংল্যান্ডে আসা ভারতের মধ্যে আমরাই সেরা দল এবং আমরা সিরিজ জিততে পারি। সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি আমরা লড়াই চালিয়ে যাই, তাহলে এটা স্মরণীয় একটি সিরিজ হতে পারে।’
গিল প্রশংসা করেন দলের পেসারদের, বিশেষ করে আকাশ দীপ এবং মোহাম্মদ সিরাজের। তিনি বলেন, ‘আমাদের বোলাররা দুর্দান্ত ছিল।
আমরা যেকোনো কন্ডিশনেই ২০ উইকেট নিতে পারি। সিরাজ, আকাশ এবং প্রসিদ্ধের ধারাবাহিকতা আমাদের জয় এনে দিয়েছে। ম্যাচের ছোট ছোট মুহূর্তগুলোয় জয়ী হওয়াই পার্থক্য গড়ে দেয়।’
নিজের ব্যাটিং নিয়ে গিল বলেন, ‘আমি আইপিএলের শেষ দিক থেকেই ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছিলাম। বাইরের কথায় কান দিই না। মতামত তো প্রতিটা ম্যাচেই বদলায়। গুরুত্বপূর্ণ হলো, সতীর্থরা আপনাকে কতটা বিশ্বাস করে।’