ভারতের আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। ‘বেবিডল আর্চি’ নামে পরিচিত এ আসামী কন্যা সম্প্রতি মার্কিন পর্নতারকা কেন্দ্রা লাস্ট-এর সঙ্গে যৌথভাবে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। তিনি যৌনকর্ম থেকে নিজেকে মুক্ত করে ক্ষমতায়ণ ও নিজের বিস্তৃত ক্যারিয়ারের জন্য পর্ণ ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
‘বেবিডল আর্চি’ ওরফে অর্চিতা ফুকানের এই ঘোষণা তাঁর ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।
জনপ্রিয় পর্ণ তারকা কেন্দ্রা লাস্ট-এর সঙ্গে তোলা কিছু ছবি প্রকাশের পর আর্চিতা ফুকান বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি, অর্চিতা পর্ন তারকা কেন্দা লাস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করে তার পর্ন জগতে প্রবেশের কথা জানান। কেন্দা লাস্টের হাত ধরেই যে তিনি এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, সেই ঘোষণায় তার ভক্তরা উচ্ছ্বসিত। এর মধ্যেই তিনি আরও একটি বড় চমকের ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেছেন, ‘অনুরাগীদের জন্য তার কাছে রয়েছে বিশেষ চমক, যা দেখলে একেবারে হা হয়ে যাবেন সকলে।’ কী সেই উপহার, তা এখনও খোলসা করেননি তিনি, তবে এই ঘোষণা তার ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।’
আর্চিতা ফুকান প্রকাশ করেছেন যে, তিনি প্রায় ছয় বছর ধরে বাধ্য হয়ে যৌনকর্মী হিসেবে কাজ করেছেন। এই অন্ধকার জগত থেকে মুক্তি পেতে তাকে প্রায় ২৫ লাখ টাকা দিয়ে নিজের স্বাধীনতা কিনে নিতে হয়েছে।
তবে তিনি কার কাছে এই অর্থ দিয়েছেন, কীভাবে তিনি এই ফাঁদে পড়েছিলেন, কিংবা তাঁকে জোরপূর্বক নিয়ন্ত্রণ করাদের পরিচয়—এ বিষয়গুলো স্পষ্টভাবে প্রকাশ করেননি।
সাহসী পোশাক, গ্ল্যামারাস লুক, স্টাইল এবং আত্মবিশ্বাসের সঙ্গে আকর্ষণীয় কনটেন্ট তৈরি করে বেবিডল অর্চিতা দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে ৬ লক্ষের ঘরে পৌঁছেছে। এবার তিনি তাঁর অনুরাগীদের জন্য ১০ লাখ ফলোয়ারের লক্ষ্যমাত্রা স্থির করেছেন। এই নতুন চমক এবং পর্ন জগতে তাঁর প্রবেশ নিঃসন্দেহে তাঁর অনুরাগী সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে।
এখন দেখার বিষয়, বেবিডল আর্চি তাঁর ভক্তদের জন্য কী বিশেষ উপহার নিয়ে আসছেন!
আরআর/টিকে