দেশে ভোটাধিকার আজ অবধি প্রতিষ্ঠিত হয়নি-এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সু্ষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন এবং ভোটের তারিখ নির্ধারণ হলে সময় মতো জানানো হবে।
মঙ্গলবার (০৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন প্রাঙ্গনে নির্বাচন বিটের সংগঠন আরএফইডির ফল উৎসবে যোগ দিয়েেএসব কথা বলেন সিইসি।
রাতের ভোটের অপবাদ সবাইকে নিতে হচ্ছে কেন? এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিইসি।
নির্বাচনের সাথে জড়িত সকলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু নিরপেক্ষ এবং স্বচ্ছ ভোটের বিকল্প নেই এ কথা জানিয়ে সিইসি বলেন, সেজন্য নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে একনিষ্ঠ হবার আহ্বান জানান।
এর আগে সকালে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং-এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, তারা এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
এ এম এম নাসির উদ্দিন বলেন, শেখ হাসিনার আমলে করা গত তিন নির্বাচনকে সেসব বিদেশি পর্যবেক্ষক বৈধ বলে সার্টিফিকেট দিয়েছিলেন, তাদেরকে আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না।
সিইসি আরও বলেন, বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং বৈঠকে বলেছেন তারা এদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আর জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন তিনি।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোটকে স্বচ্ছ করতে দেশি পর্যবেক্ষকের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষণে সুযোগ থাকবে।
আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই চিঠি দিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ করতে এরইমধ্যে জাপান, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ নির্বাচন কমিশনকে অনুদানসহ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
এমআর/টিএ