কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ৪ খুনের মামলায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের একটি আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ২০২০ সালের ৬ অক্টোবর সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় ৪ জন নিরীহ রোহিঙ্গার প্রাণহানি ঘটেছিল। ক্যাম্পে সংঘটিত চাঞ্চল্যকর ফোর-মার্ডারের ওই মামলার এজাহারভুক্ত আসামি আরসা প্রধান আতাউল্লাহ জুনুনী।
মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি বর্তমানে সিআইডির তদন্তে রয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছিল র্যাব।
আরআর/টিএ