বলিউডে প্রেম মানেই যেন আলোচনার ঝড়। সম্পর্ক গড়া, ভাঙা আর আবার নতুন করে প্রেমে পড়া—সবই যেন লাইমলাইটের অবিচ্ছেদ্য অংশ। সেই তালিকায় এবার আরও এক অধ্যায় যোগ করলেন আদিত্য রয় কপূর। অনন্যা পাণ্ডের সঙ্গে দীর্ঘ দুই বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর, এখন শোনা যাচ্ছে নতুন প্রেমে মজেছেন অভিনেতা। আর সেই ইঙ্গিত যেন নিজেই দিয়েছেন নিজের সমাজমাধ্যমে।
অনন্যা-আদিত্যর সম্পর্ক ভাঙার খবর সামনে আসতেই চর্চা শুরু হয় বি-টাউনে। জানা যায়, বিচ্ছেদে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন অনন্যাই। একাধিক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, সম্পর্ক বাঁচাতে বহু চেষ্টা করেছিলেন, ফোন করেছিলেন বারবার, কিন্তু কোনও সাড়া পাননি আদিত্যর কাছ থেকে। শেষ পর্যন্ত নিরবেই টানা পড়ে যায় দু’জনের পথ।
কিন্তু সে অতীত! কারণ, প্রেমে এবার নতুন মোড় নিয়েছেন আদিত্য। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন তিনি—এক নারীর সাদা নেলপলিশ পরা হাত, হাতে একটি লাড্ডুর টুকরো ধরা। কে এই নারী? প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভক্তরা। অনেকেই শুরুতে ভেবেছিলেন, ছবিটি হয়তো সহ-অভিনেত্রী সারা আলি খানের, যাঁর সঙ্গে আদিত্য ‘মেট্রো ইন দিনো’ ছবিতে জুটি বেঁধেছেন। কিন্তু তীক্ষ্ণদৃষ্টির অনুরাগীরা এককথায় বলে দিয়েছেন, এই হাত গোয়ার মডেল জর্জিনা ডি’সিলভার।
এই গুঞ্জন কিন্তু একেবারে অমূলক নয়। আদিত্যর শেয়ার করা আরও একটি ছবিতে দেখা যায়, তিনজোড়া পা ফুটবল খেলায় ব্যস্ত। সেই ছবিও যেন ইঙ্গিত দেয়, অভিনেতা ধীরে ধীরে তাঁর নতুন প্রেমিকাকে অনুরাগীদের সামনে আনতে চাইছেন। তাও আবার ধীরে সুস্থে, প্রচারের আলোকে না টেনেও।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে আদিত্যর প্রেমজীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি রসিকতার ছলে বলেন, ‘‘হ্যাঁ, আমি নতুন একটা সম্পর্কে রয়েছি। সেটা এই ‘ইন দিনো মেট্রো’ ছবিটার সঙ্গে!’’ যদিও কথাটির আড়ালে থাকা হাসি ও দৃষ্টির ভাষা বলছে অনেক কিছুই।
তবে আদিত্য এখনও সরাসরি নতুন প্রেমিকার নাম প্রকাশ করেননি। তা সত্ত্বেও অনুরাগীদের বিশ্বাস, আদিত্যর হৃদয়ে জায়গা করে নিচ্ছেন সেই মডেল জর্জিনা। অনন্যার অধ্যায় এখন শুধু অতীতের গল্প, আর সামনে এক নতুন গল্পের সূচনা।
এসএন