বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য পরিচালিত অনলাইন প্রস্তুতি ক্লাসে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে।
বুধবার (৯ জুলাই) বিষয়টি নিয়ে রাজধানীর ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন এক অভিভাবক।
আশরাফ বিজয় নামের ওই ব্যক্তি অভিযোগে বলেন, গত ৮ জুলাই রাত ১২টার দিকে একটি লাইভ ক্লাস চলাকালীন এক নারী ও এক পুরুষ শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আপত্তিকর আচরণ করেন। এ ধরনের আচরণ অভিভাবক ও ছাত্রছাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষার পরিবেশের সঙ্গেও এ ধরনের আচরণ সাংঘর্ষিক এবং অশোভনীয়।
তিনি আরও দাবি করেন, ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে, যা প্রয়োজনে প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
বুধবার (৯ জুলাই) বিষয়টি নিয়ে ভাটারা থানায় অভিযোগ দায়ের করেন আশরাফ বিজয়। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, “আমি একজন অভিভাবক হিসেবে এমন অশালীনতা মেনে নিতে পারছি না। তাই থানায় অভিযোগ করেছি। আমি ওই দুই শিক্ষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা চাই।”
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অন্বেষণ কোচিং সেন্টারের লাইভ ক্লাস চলাকালে শিক্ষক-শিক্ষিকার অনুপযুক্ত ঘনিষ্ঠতা প্রকাশ্যে ধরা পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই একে শিক্ষার পরিবেশের প্রতি অবমাননাকর আচরণ হিসেবে দেখছেন।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, “বিষয়টি তদন্ত করে যথাযথ তথ্য-প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পিএ/এসএন