বিচ্ছেদ শব্দটা অনেকের কাছেই বেদনার, আবার কারও কাছে সেটাই নতুন জীবনের শুরু। আমির খান আর কিরণ রাওয়ের গল্পটা ঠিক এমনই। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইতি টানলেও তাঁদের সম্পর্ক যে এখনো হৃদয়ের গভীরে বাঁধা, তা বুঝিয়ে দিলেন কিরণ নিজেই।
এই নিয়ে আমির খানের দ্বিতীয় বিয়ে ভাঙল। প্রথম স্ত্রী রিনা দত্তর সঙ্গে বিচ্ছেদের পর কিরণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আমির। ২০০৫ সালে সেই বিয়ের শুরু, শেষ হয় ২০২১ সালে। যদিও এই বিচ্ছেদে কোনও তিক্ততা নেই—তাঁরা এখনও নিজেদের "এক পরিবার" হিসেবেই ভাবেন।
সম্প্রতি কিরণ রাও এক সাক্ষাৎকারে বললেন, “আমাদের সম্পর্কের ধরনটা বদলে গেলেও আমাদের মধ্যে বন্ধুত্ব একই রয়ে গেছে।’’ তিনি জানালেন, সম্মতিতেই তাঁরা আলাদা হয়েছেন, কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এখনও অটুট। এমনকি এখনো তাঁরা একে অপরের প্রতি শারীরিকভাবে স্বচ্ছন্দ—যার প্রমাণ মেলে কন্যা আইরার বিয়েতে, যেখানে একেবারে সবার সামনে কিরণের গালে চুমু খান আমির!
অন্যদিকে আমির খানও সম্প্রতি জানিয়েছেন, ‘‘বিয়েতে নয়, আমি বিচ্ছেদে সফল।’’ এ কথার মাঝে ছিল একরাশ বাস্তবতা, আবার কিছুটা আত্মবিশ্বাস। বর্তমানে আমিরের জীবনে এসেছেন গৌরী স্প্র্যাট। বলিউডের এই অভিনেতা জানালেন, গৌরীর সঙ্গে তিনি "মনে মনে" বিয়েও সেরে ফেলেছেন।
গৌরী এখন আমিরের ছায়াসঙ্গী। যেখানে যাচ্ছেন, সঙ্গেই থাকছেন তিনি। তবে প্রাক্তন দুই স্ত্রী এবং সন্তানদের সঙ্গেও আমিরের সম্পর্ক আজও ঘনিষ্ঠ। যে কোনও পারিবারিক উৎসবে তাঁরা একত্রে মিলিত হন। যদিও সম্প্রতি কিরণকে কম দেখা যাচ্ছে, তবু তাঁদের সম্পর্কের বন্ধন যে ভাঙেনি, সেটাই বারবার উঠে আসছে।
এ গল্প শুধু বিচ্ছেদের নয়, বরং ভালোবাসা কীভাবে বন্ধুত্ব হয়ে বেঁচে থাকে—সেই বন্ধনকেই নতুন করে সংজ্ঞায়িত করলেন আমির ও কিরণ।