তামিল রোমান্টিক সিনেমা ‘৯৬’ তার দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। তবে এই ছবির পিছনে একটি অজানা কাহিনি লুকিয়ে রয়েছে, যা সম্প্রতি প্রকাশ করেছেন পরিচালক সি প্রেম কুমার। তার কথায়, ‘৯৬’ সিনেমার গল্পটি আসলে হিন্দি ভাষায় লেখা হয়েছিল এবং অভিষেক বচ্চনকে কেন্দ্র করে তৈরি করার পরিকল্পনা ছিল। কিন্তু যোগাযোগের অভাবে সেটি আর সম্ভব হয়নি। এরপর গল্পটি তামিল ভাষায় রূপান্তরিত হয়, যেখানে ভিজয় সেতুপতি ও তৃষা অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলোকে জীবন্ত করে তোলেন।
পরিচালকের পরিবারের প্রভাব থেকে তার হিন্দি সিনেমার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছিল। উত্তর ভারতের সংস্কৃতি ও হিন্দি সিনেমার বহুমাত্রিক বৈচিত্র্য তার কাজকে অনুপ্রাণিত করেছে। তিনি মনে করেন, হিন্দি সিনেমার ভিন্ন ভিন্ন দর্শকগোষ্ঠীর জন্য গল্প বদলানোর ক্ষমতা এটিকে অন্যরকম করে তোলে।
বর্তমানে ‘৯৬’ সিনেমাটির হিন্দি রিমেক করার জন্য তার আগ্রহের শেষ নেই। তার সাম্প্রতিক ছবি ‘মেইয়াঝাগান’-এরও হিন্দি রিমেক পরিকল্পনা রয়েছে এবং নতুন একটি হিন্দি স্ক্রিপ্ট লিখে বলিউডের অভিনেতাদের কাছে উপস্থাপনের প্রস্তুতি চলছে।
যদিও অভিষেক বচ্চন মূল ‘৯৬’ সিনেমার অংশ হননি, ভক্তরা কল্পনা করেন যদি তিনি থাকতেন তবে ছবিটি কেমন হত। ভিজয় সেতুপতি ও তৃষার অভিনয় এতটাই মুগ্ধকর যে ছবিটি তামিল সিনেমার এক কাল্ট ক্লাসিক হয়ে উঠেছে। তবুও হিন্দি রিমেকের স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছেন পরিচালক, আর ভক্তরা নতুন জুটির অপেক্ষায় রয়েছেন।
‘৯৬’ সিনেমার যাত্রা শুধু একটি সিনেমার গল্প নয়, এটি একটি স্বপ্নের পরিণতির মতো, যেখানে হিন্দি থেকে তামিলের পথে পাড়ি দেয়ার পর আবার ফিরে যেতে চায় সেই মূল উৎসে। পরিচালকের নতুন পরিকল্পনা হয়তো সবার সেই স্বপ্ন পূরণ করবে।
কেএন/টিএ