আগামী নির্বাচনে খুলনার ছয়টি আসনেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপি নেতারা। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে খুলনার শিববাড়ী মোড়ের পথসভায় বত্তৃদ্ধতাকালে এনসিপি নেতারা এই ঘোষণা দেন। এ সময় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থীদের বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
‘খুলনার মাটিতে পরিবর্তনের ডাক : জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি’ এবং ‘পরিবর্তনের বার্তা নিয়ে খুলনায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা’ স্লোগানে অনুষ্ঠিত পদযাত্রার এ পথসভায় বত্তৃদ্ধতা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপি নেতা আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা।
বক্তারা বলেন, মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান গড়তে গবে। কেননা মুজিববাদী সংবিধান রাতের ভোট বন্ধ করতে পারে না, বাকশাল রোধ করতে পারে না। তাই ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র দাবি করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে খুলনাবাসী অতীতেও সোচ্চার ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সন্ধ্যা সোয়া ৬টায় পদযাত্রাসহকারে এনসিপি নেতারা খুলনার শিববাড়ী মোড়ের টাইগার গার্ডেন হোটেলে পৌঁছেন। সেখান থেকে বাদ মাগরিব পথসভা মঞ্চে পৌঁছলে জাতীয় পতাকা ও ফুল দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়।
শিববাড়ীর পথসভা রূপ নেয় সমাবেশে। পরে নেতারা শিল্পাঞ্চল খালিশপুরের পিপলস গোলচত্বরে যান এবং সেখানে অন্য একটি সমাবেশে যোগ দেন। রাতে জুলাই শহীদ সাকিব রায়হানের মা-বাবার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে এনসিপি নেতাদের।