রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করেছে টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্ররা। এসময় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয় তারা।
শুক্রবার (১১ জুলাই) রাত ১১টায় বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ ছাড়ার পর রাত ১২টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রায় পাঁচ শ ছাত্রের অংশগ্রহণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঁশপট্টি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে প্রথমে ঢাকা ময়মনসিং মহাসড়কের ময়মনসিংহমুখী লেন বন্ধ করে। পরবর্তীতে ঢাকামুখী লেন বন্ধ করে অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় ছাত্ররা বলেন, গত ৯ মাসে সারা দেশ প্রায় ১০০ হত্যাকাণ্ড ঘটেছে। তার বিচার না হওয়ায় ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার নারকীয় ঘটনার জন্ম দিয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্ররা। মিছিলে অংশগ্রহণকারী আকাশ জানান, ব্যবসায়ী হত্যার বিচার চাইতে আমরা রাজপথে নেমে এসেছি। বিচার হওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চলবে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে ছাত্ররা মহাসড়ক থেকে সরে ক্যাম্পাসে চলে যাবে। রাত ১২টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।