সিনেমাটি এখনও মুক্তি পায়নি, এমনকি শুটিংও শেষ হয়নি—তবু প্রভাসের নতুন ছবি ‘দ্য রাজা সাব’ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দ্বিতীয় কিস্তির আলোচনা। রোমান্স, হরর ও হাস্যরসের মিশ্রণে তৈরি এই ছবিকে ঘিরে অনুরাগীদের আগ্রহ আকাশ ছুঁয়েছে।
পরিচালনায় রয়েছেন মারুতি, যিনি তার নিজস্ব ধাঁচে কল্পনার সঙ্গে বিনোদনের সুন্দর মেলবন্ধন ঘটাতে সিদ্ধহস্ত। প্রভাসের বিপরীতে এই ছবিতে থাকছেন নিধি আগারওয়াল, মালবিকা মোহনন ও ঋদ্ধি ডোগরা। ভিলেনের চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। সংগীত পরিচালনায় রয়েছেন থামান। এই মুহূর্তে রামোজি ফিল্ম সিটিতে পুরোদমে চলছে শুটিং।
ছবির নির্মাতা প্রতিষ্ঠান পিপলস মিডিয়া ফ্যাক্টরি জানিয়েছে, ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তির লক্ষ্য নিয়েই এগোচ্ছে পুরো দল। এর আগে কিছু বিলম্ব ঘটলেও এখন সময়মতো কাজ শেষ করাই প্রধান লক্ষ্য।
সম্প্রতি ছবির একটি প্রথম ঝলক অনলাইনে প্রকাশিত হতেই দর্শকমহলে সাড়া পড়ে যায়। প্রভাসের লুক, ছবির আবহ এবং ঘরানার ভিন্নতা—সব মিলিয়ে ভাইরাল হয়ে যায় সেই ঝলক। এর মধ্যেই উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য—পরিচালক মারুতি ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন ছবির দ্বিতীয় কিস্তি নিয়ে। সিনেমাটি যদি ব্যবসাসফল হয়, তাহলে গড়ে উঠতে পারে একটি পূর্ণাঙ্গ ধারাবাহিক।
ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এটি কোনো প্রচারণার কৌশল নয়, বরং ছবির সৃজনশীল ভিশনেরই একটি অংশ। ‘দ্য রাজা সাব’ শুধু একটি স্বতন্ত্র চলচ্চিত্র নয়, বরং হতে পারে প্রভাসের কেরিয়ারের একটি নতুন অধ্যায়।
একটি ছবির মুক্তির আগেই যখন সিকুয়েলের পরিকল্পনা তৈরি হয়, তখন বোঝাই যায়, সেই প্রকল্পের প্রতি নির্মাতাদের আস্থা কতটা দৃঢ়। আর যদি হরর, রোমান্স ও কমেডির এই ব্যতিক্রমী সংমিশ্রণ দর্শকের মন জয় করতে পারে, তাহলে খুব শীঘ্রই পাওয়া যেতে পারে ‘দ্য রাজা সাব ২’-এর ঘোষণাও।
এফপি/টিএ