চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। শনিবার (১২ জুলাই) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে সিভিল সার্জন বলেন, ডেঙ্গু আক্রান্ত ২৪ জনের মধ্যে চট্টগ্রাম বিআইটিআইডি হাসপাতালে ৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৪ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, চট্টগ্রামে চলতি বছর ৫৮৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই জন। চলতি জুলাই মাসে আক্রান্ত হন ১৪১ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ২৬৩ জন নগরীর এবং ৩২৩ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ৩৩১ জন পুরুষ, ১৬৬ জন নারী এবং ৮৯ জন শিশু রয়েছে।
২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন।
কেএন/টিকে