ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লাকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়াগঞ্জ এলাকার একটি সিএনজি পাম্প থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
শামীম হোসেন মোল্লার বাবা সাব্দার হোসেন মোল্লা বলেন, ‘আমার ছেলে আমাদের সিএনজি পাম্পে বসেছিল। হঠাৎ পাম্পে দুইটা মাইক্রোবাস আসে।
এ সময় মাইক্রো থেকে কয়েকজন নেমে আমার ছেলেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তারপর থেকেই আমি আমার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না।’
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে আমাদের কোনো টিম তাকে আটক করেনি।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা শামীম মোল্লাকে থানা ও ডিবি পুলিশের কেউ আটক করেনি। তবে বিষয়টি শোনার পর ওই সিএনজি পাম্পে পুলিশ পাঠানো হয়েছে।’