বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যাঁরা নির্বাচনে অংশ নিতে ভয় পান এবং নানা অজুহাতে নির্বাচন পেছাতে চান, তাঁরা যেন প্রেসার গ্রুপ হিসেবেই থাকেন।’ গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাসদ আয়োজিত ‘অপূর্ণ জাতীয় আকাঙ্ক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘আপনারা প্রেসার গ্রুপ হিসেবেই থাকুন, নির্বাচনীপ্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা কেন? পরিবর্তন জনগণের মালিকানায় আসতে হবে। আপনার পরিবর্তন জনগণের ওপর চাপিয়ে দেওয়া চলবে না। আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জনগণের মালিকানা প্রতিষ্ঠায়। কোনো কমিশন বা ঢাকায় বসে থাকা ব্যক্তিরা দেশের সমস্যার সমাধান করতে পারবে না। জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। গণতন্ত্রায়ণ শুধু রাজনীতিতে নয়, অর্থনীতি ও সমাজব্যবস্থায়ও প্রয়োজন।
তিনি বলেন, ‘একটা কমিশন হয়েছে, সেখানে সবাই যাচ্ছে এবং মতামত দিচ্ছে যতটুকু ঐকমত্য সম্ভব অতটুকু আপনি করতে পারবেন। আমরা তো সব বাকশাল করতে বসিনি। আমরা এক জায়গায় ঐকমত্য হয়ে তারপর নির্বাচন হবে। এরপর আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণ-অভ্যুত্থানে চরম দক্ষিণপন্থীর উত্থান হয়েছে। ধর্মীয় ভাবাদর্শের জড়াজড়ি হয়েছে। গত ১৫ বছরে বাম প্রগতিশীলদের যে দায়িত্ব ছিল, তা ঠিকমতো পালন করা যায়নি।
তিনি বলেন, সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে আগামী তিন থেকে চার মাসে আইন-শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করে নির্বাচন করা সম্ভব। নির্বাচন যদি অনিশ্চিত থাকে তাহলে কিন্তু নৈরাজ্য সৃষ্টি হতে পারে।