তৃতীয় ওভারেও উইকেটের দেখা পেলেন না সাকিব, মিতব্যয়ী বোলিং অব্যাহত
মোজো ডেস্ক 06:06AM, Jul 14, 2025
১১তম ওভারের প্রথম বলে রান দেননি সাকিব।
দ্বিতীয় বলে জুয়েল শর্ট থার্ড ম্যান অঞ্চলে বল পাঠিয়ে এক রান নেন। তৃতীয় বলে রান নেননি মঈন।
চতুর্থ বলে লং অফে এক রান নেন মইন। পঞ্চম বলে মিড উইকেটে এক রান দেন সাকিব।
ষষ্ঠ বলে মঈন তাকে লং অনে ঠেলে এক রান নেন। নিজের তৃতীয় ওভারে মাত্র ৪ রান দেন সাকিব।
পাওয়ার প্লে'তে তিন উইকেট হারায় গায়ানা। ছয় ওভারে করে তিন উইকেটে ৪২ রান। রহমানউল্লাহ গুরবাজ শুন্য, শিমরন হেটমায়ার ১৪ এবং জনসন চার্লস ১১ রানে ফিরে যান।
সপ্তম ওভারে সাকিব আল হাসান বোলিংয়ে আসেন। সাকিবের প্রথম বলে মিড উইকেটে ঠেলে দুই রান নেন মঈন আলী। এরপরের বলটি শর্ট এক্সট্রা কাভারে ঠেলে দিলেও রান নেননি মঈন। তৃতীয় বলে স্কয়ার লেগে বল পাঠিয়ে এক রান নেন মঈন। চতুর্থ বলে জুয়েল অ্যান্ড্রু মিড অনে ঠেলে এক রান নেন। পঞ্চম বলে মঈন লং অনে ঠেলে এক রান নেন। শেষ বলে লেগ বিফোরের আবেদন করেও সায় পাননি সাকিব। প্রথম ওভারে পাঁচ রান দেন তিনি।