বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্র দরকার আছে, সনদেরও দরকার আছে। সেটা সরকার করবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। এনসিপি করলে ওইটা হবে তাদের দলের ঘোষণাপত্র, তাদের দলের সনদ, জাতির সনদ না। জাতির সনদ হবে সব রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এসে তিনি এ কথা বলেন।
রবিউল বলেন, জাতির অর্জনে এনসিপি ঘোষণাপত্র দেওয়ার ক্ষমতা রাখে? জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ- আহত ও নিহতদের স্বীকৃতি দিয়ে করা হবে। যারা আহত ও নিহত হয়েছে সব কি তাদের লোক? আমাদেরও এই জাতির সন্তান আছে ৫২২ জন। তারা কেন দলীয়ভাবে দিতে চান? আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দিতে চাই।
এনসিপি আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল উল্লেখ করে রবিউল বলেন, পাঁচ দিন তারা ডিবিতে ছিল। তারপর বলেছিল সরকার দাবি মেনেছে, আন্দোলন প্রত্যাহার করলাম। পরে আন্দোলন আমরাই কন্টিনিউ করেছিলাম, জাতি কন্টিনিউ করেছে।
এনসিপি এটাও বলেছে, স্কুল-কলেজ খুলে দেন।
অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কিছু ছেলেরা জীবন দিয়েছে। সরকার দাবি মেনে নিয়েছে, আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। কিন্তু আন্দোলন প্রত্যাহার হয়নি- কারণ জাতি, সব রাজনৈতিক দল এক দফার আন্দোলনে শামিল হয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে।
টিকে/