১৪ আগস্ট মুক্তি পাবে বহুল আলোচিত তামিল ছবি ‘কুলি’। লোকেশ কানাগরাজের এই ছবিতে আছেন দক্ষিণ ভারতের সবচেয়ে বড় তারকা রজনীকান্ত। আছেন নাগার্জুন, শ্রুতি হাসান, পূজা হেগড়ে, উপেন্দ্র। অতিথি চরিত্রে দেখা যাবে বলিউডের আমির খানকেও।
তবে এরইমধ্যে আলোড়ন ফেলেছে ছবিটির দ্বিতীয় গান ‘মনিকা’। ১২ জুলাই প্রকাশিত হয়েছে গানটি। এই গানের নামকরণ করা হয়েছে ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচির নামানুসারে। গানে মনিকারূপে হাজির হয়েছেন পূজা হেগড়ে।
পূজার আবেদনময় উপস্থিতি নেট দুনিয়ায় সাড়া ফেলেছে।
তামিল, তেলুগু, মালয়ালম, হিন্দি এমনকি বাংলায়ও প্রকাশ করা হয়েছে। প্রকাশের প্রথমদিনেই ইউটিউবে কোটি ভিউ ছাড়িয়েছে তামিল ভার্সনটি।
জানা গেছে, গানটি মনিকা বেলুচিকে ট্রিবিউট দিতেই তৈরি করা হয়েছে।
মজার বিষয় হচ্ছে, ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম দেবা, মনিকা বেলুচির মেয়ের নামও দেবা।
ভারতের সবগুলো বড় ইন্ডাস্ট্রিতেই কাজ করেন পূজা। বলিউডে হৃতিক রোশন, সালমান খান, শহীদ কাপুর, রণবীর সিং থেকে দক্ষিণ ভারতের প্রভাস, থালাপতি বিজয়, সুরিয়া, সব বড় বড় তারকার সঙ্গেই জুটি বেঁধেছেন। কম বেশি সব ইন্ডাস্ট্রিতেই সফল হয়েছেন। ‘মনিকা’ গানটি তার সাফল্যে নতুন মাত্রা যোগ করবে, সেটি বেশ বোঝা যাচ্ছে।
এমআর/টিকে