ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে নিতেশ তিওয়ারির পরিচালনায় রণবীর কাপুর অভিনীত চলচ্চিত্র ‘রামায়ণ’। এর আগে অনুমান করা হয়েছিল, সিনেমাটির বাজেট প্রায় ১৬০০ কোটি টাকা হবে। তবে সিনেমাটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এবং প্রযোজক নমিত মালহোত্রা নিশ্চিত করেছে, এর চূড়ান্ত ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা।
সিনেমাটির দুটো পার্ট নির্মাণে ব্যয় হবে ৪ হাজার কোটি টাকা (বাংলাদেশি ৫ হাজার কোটি ৬৪ লাখ টাকার বেশি)। দর্শকদের সেরা অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য বিশ্বমানের ভিএফএক্স, স্পেশাল ইফেক্ট তৈরির পরিকল্পনা করেছে সিনেমাটির টিম। সিনেমাটিতে এআই ডাবিং প্রযুক্তি ব্যবহার করা হবে, ফলে দর্শকরা যেকোনো আঞ্চলিক ভাষায় নির্বিঘ্নে সিনেমাটি দেখতে পারবেন, যা ভারতীয় সিনেমায় প্রথম বলে উল্লেখ করে সূত্রটি।
একটি পডকাষ্টে প্রখর গুপ্তর সঙ্গে কথোপকথনে নমিত বলেন, “আমরা যখন এটি বানানোর পরিকল্পনা শুরু করি, প্রায় ছয়-সাত বছর আগে, বিশেষ করে মহামারির ঠিক পরপরই যখন এটি নিয়ে সত্যিই সিরিয়াসভাবে কাজ শুরু করি তখন বাজেট নিয়ে সবাই ভেবেছিল আমি পাগল। কারণ, কোনো ভারতীয় সিনেমা দূর দূর পর্যন্ত এমন বিশাল বাজেটের কাছাকাছিও যায়নি। সহজ কথায় বললে, পুরো প্রকল্প (পার্ট ওয়ান ও পার্ট টু মিলিয়ে) শেষ হতে হতে এর খরচ হবে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় ৪ হাজার কোটি টাকারও বেশি।”
নমিত মালহোত্রার এ বক্তব্য রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে দর্শকদের মাঝে।
এর আগে হাজার কোটিই ছাড়ায়নি কোনো ভারতীয় সিনেমা। সেখানে এবার চার হাজার কোটির বাজেট! রামায়ণ ভক্তদের চোখ কাপলে উঠেছে এ খবর শুনে। সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে যার ছাপ।
এর আগে সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানায়, ‘রামায়ণ’ সিনেমায় ‘রাম’ চরিত্রে অভিনয় করারণবীর কাপুর সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন। সিনেমাটি দুই পার্টে মুক্তি পাবে।
প্রতি পার্টের জন্য ৭৫ কোটি টাকা। দুই পার্টের জন্য রণবীর কাপুর পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ কোটি টাকা। অন্যদিকে, সাই পল্লবী ‘সীতা’ চরিত্রে অভিনয় প্রতি পার্টের জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। দুই পার্টে সাই পল্লবীর পারিশ্রমিক দাঁড়িয়েছে ১২ কোটি টাকা।
রামায়ণে রণবীর ও যশ ছাড়াও সীতার ভূমিকায় অভিনয় করেছেন সাই পল্লবী। হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। এ ছাড়া কাজল আগারওয়াল, লারা দত্ত, বিবেক ওবেরয়, অরুণ গোভিল, রাকুল প্রীত সিংয়ের মতো তারকাকে দেখা যাবে এতে। প্রথম টিজারের পর এখন ট্রেলারের অপেক্ষায় দর্শকরা। আগামী বছর দিপাবলীতে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমাটি।
এমকে/টিকে