অব্যবস্থাপনা–বিশৃঙ্খলায় বিবর্ণ শাহজালাল বিমানবন্দর। নিষেধ থাকা সত্ত্বেও হর্ন বাজানো, বিশৃঙ্খল পার্কিং, ঢিলেঢালা নিরাপত্তা, সৌন্দর্যহীন অবকাঠামো নিয়ে দিন দিন মান হারাচ্ছে স্থানটি। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা যাত্রী, প্রবাসী এবং কূটনীতিকদের কাছে দেশের প্রথম ছাপটুকু যে স্থান থেকে পড়ে, সেই বিমানবন্দরেরই আজ বেহাল দশা।
নিয়ম অনুযায়ী বিমানবন্দর এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ। কিন্তু বাস্তবে দেখা যায়, হর্ন বাজছে লাগাতার-সাধারণ গাড়ি থেকে শুরু করে মিডিয়া ও ভিআইপি গাড়িও মানছে না এই বিধি। নিরাপত্তার চিত্রও তেমন আশাব্যঞ্জক নয়। যাত্রী স্ক্যানিংয়ে ঘাটতি, প্রবেশপথে তদারকির অভাব-সব মিলিয়ে রয়ে যাচ্ছে নিরাপত্তা ঝুঁকি।
এছাড়াও বিমানবন্দরে চোখে পড়ে অপরিচ্ছন্ন পরিবেশ, ধুলাবালি, ভাঙাচোরা ফুটপাত, ডিজিটাল সাইনেজের অভাব। সব কিছু মিলিয়ে একটি আন্তর্জাতিক বিমানবন্দর যেমন হওয়া উচিত, শাহজালাল বিমানবন্দরটি সেভাবে সজ্জির নয়।
নিজের দেশের বিমানবন্দরের এমন অবস্থায় অনেকটাই আশাহত প্রবাসে কর্মরত বাংলাদেশিরা। তবে কর্তৃপক্ষ শোনাচ্ছে আশার বানী। জানাচ্ছেন, নির্মাণকাজের কারণে কিছু সমস্যা হচ্ছে। প্রতিদিন রাস্তা পরিষ্কার করা হয়। খুব শিগগিরই পরিবর্তন আসবে। ধারণক্ষমতার তুলনায় যাত্রীর সংখ্যা অনেক বেশি থাকায় সমস্যা পড়ছেন তারা।
টিকে/