নিধি আগরওয়ালের এক খোলামেলা স্বীকারোক্তি যেন চমকে দিল অনুরাগীদের। বহু প্রতীক্ষিত পিরিয়ড অ্যাকশন ছবি ‘হরি হরা বীরা মল্লু’ পার্ট টু-এর শ্যুটিং এখনো অনেকটাই বাকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আমরা এখনো পর্যন্ত মাত্র ২০ মিনিটের ফুটেজ শ্যুট করেছি। বাকি অংশের শ্যুটিং বাকি।”
এই স্বীকারোক্তির ফলে ছবিটির দ্রুত মুক্তির সম্ভাবনা কার্যত উবে গেছে।
পাওয়ার স্টার পাওয়ান কল্যাণের নেতৃত্বে নির্মিত এই সিনেমা প্রথম থেকেই ছিল আলোচনায়। কিন্তু প্রথম পার্টটির মুক্তির তারিখই এখনও ঝুলে রয়েছে। রাজনৈতিক ব্যস্ততা, প্রযোজনার জটিলতা, ও নির্বাচন পর্ব—সব মিলিয়ে ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
২০২০ সাল থেকে নির্মাণাধীন প্রথম পর্ব এখনো মুক্তির জন্য অপেক্ষমাণ। এই পরিস্থিতিতে দ্বিতীয় পর্বের কাজ যে অনেকটাই পিছিয়ে, সেটাই স্পষ্ট করে দিয়েছেন নিধি।
তবে একটি বিষয় পরিষ্কার, ‘হরি হরা বীরা মল্লু’ পার্ট টু এখনো বাতিল হয়নি। বরং নির্মাতারা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন, যদিও সময় লাগছে অনেক বেশি। ফলে, ২০২৬ সালের আগে সিনেমা হলে পাওয়ান কল্যাণের এই ঐতিহাসিক রূপে দর্শকরা তাঁকে দেখার সুযোগ হয়তো পাচ্ছেন না।
ভক্তরা আপাতত চাইছেন অন্তত প্রথম পর্বের একটা নির্দিষ্ট মুক্তির দিন ঘোষণা হোক, তবেই পার্ট টু নিয়ে নতুন করে ভাবা যাবে।
এসএন