নির্বাচন পেছাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ষড়যন্ত্র চলছে। এমন মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই পরিস্থিতি কোনো একটি পক্ষের রাজনৈতিক সুবিধার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে’। তবে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট কোনো ধরনের ষড়যন্ত্রে পা দেবে না বলে নিশ্চিত করেন তিনি।
সম্প্রতি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আগামী ২১ জুলাই বিএনপিপন্থী পেশাজীবীদের সম্মেলন উপলক্ষে স্থান পরিদর্শন শেষে এজেডএম জাহিদ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পরিষ্কার বোঝা যাচ্ছে একটি ষড়যন্ত্র চলছে। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করা যায়, তাহলে কেউ না কেউ তার রাজনৈতিক ফায়দা লুটতে পারবে’। তিনি আরও বলেন, ‘তবে আমরা আশাবাদী, প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ’।
এদিকে সাম্প্রতিক সময়ের সহিংসতার ঘটনায় বিএনপির অবস্থান ব্যাখ্যা করে জাহিদ হোসেন বলেন, ‘মহাসচিব সংবাদ সম্মেলনে বলেছেন, অন্যায় তো অন্যায়ই। সেটি দলীয় বিবেচনায় বড় বা ছোট হয় না। অন্যায়কে রাজনৈতিক হাতিয়ার বানানো উচিত নয়’। একইসাথে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থার কথা জানিয়ে বলেন, ‘আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে অটল আছি’। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও সমমনা পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতারাও।
এসএন