একটা বিতর্ক শেষ হতে না হতেই আরেকটা শুরু। সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রনৌত ফের একবার চর্চায়, এবার লিঙ্গসাম্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে।
এক সাক্ষাৎকারে সমতা নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা স্পষ্ট বলেন, “এই পৃথিবীতে সবাই সমান—এই ভাবনার ফলেই আজ বোকাদের প্রজন্ম তৈরি হচ্ছে।” তাঁর কথায়, মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে সবাই এক, অথচ প্রকৃতপক্ষে কেউই এক নন।
মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কঙ্গনা উদাহরণ দেন নিজের মায়ের, শিল্পপতি অম্বানীর এবং এক শ্রমিকের। তিনি বলেন, “আমি মায়ের সমান নই, অম্বানীজিরও সমান নই। একজন শ্রমিকের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। আমি চারটি জাতীয় পুরস্কার পেয়েছি, সেটাও একটা আলাদা অবস্থান। একজন শিশু, একজন মহিলা, একজন পুরুষ, একজন প্রবীণ—সবাই আলাদা। তাঁদের ভূমিকা ভিন্ন।”
এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক। কেউ কঙ্গনার বক্তব্যকে বাস্তবমুখী বলে সমর্থন করছেন, আবার কেউ একে অসাম্যবাদী চিন্তা হিসেবে ব্যাখ্যা করছেন।
এর আগে রাজনীতি নিয়েও কঙ্গনা একাধিক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। নিজেই বলেছিলেন, তিনি রাজনীতি সেভাবে উপভোগ করছেন না। এই মন্তব্যেও পদ্মশিবিরে অস্বস্তি তৈরি হয়েছিল।
লিঙ্গসাম্য নিয়ে এমন স্পষ্ট অবস্থান নেওয়ায় একদিকে যেমন কঙ্গনা আবারও প্রথাবিরোধী হিসেবে নিজেকে প্রমাণ করলেন, অন্যদিকে তার মন্তব্য ঘিরে তৈরি হলো সামাজিক প্রশ্ন—সমতা কি সত্যিই বিভ্রম?
এসএন