ওটিটি প্ল্যাটফর্মে নিজের প্রথম কাজ নিয়ে প্রকাশ্যেই আক্ষেপ প্রকাশ করলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। জানান, রায়হান রাফী পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’-তে কাজ করে সন্তুষ্ট নন তিনি। শুরুতে আশাবাদী থাকলেও মুক্তির পর তিনি মনে করেন, এই প্রজেক্টে তার অংশগ্রহণ ছিল ‘ভুল সিদ্ধান্ত’। দর্শক ও নিজের প্রত্যাশা পূরণ না হওয়ায় ভবিষ্যতে স্ক্রিপ্ট ভালো না হলে আর ওটিটি কাজ করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে মুক্তি পায় ‘ব্ল্যাক মানি’। বছর শুরুর আলোচিত কনটেন্টগুলোর একটি ছিল এটি, যেখানে রুবেলের উপস্থিতি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিষয়টি নিয়ে নিজেও সে সময় উচ্ছ্বসিত ছিলেন। এমন কি রায়হান রাফীর কাজ দেখে কাজ করতে আগ্রহী হন বলেও জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রুবেল জানান, ‘যে ভাবনা থেকে কাজটি করেছিলাম, তা বাস্তবায়িত হয়নি। আমাকে খুব সামান্য অংশে দেখানো হয়েছে, যা আমার ও নির্মাতার জন্য ক্ষতিকর’। পাশাপাশি দর্শকরাও হতাশ হয়েছেন বলে জানান তিনি।
রুবেল বলেন, ‘দর্শকরা সরাসরি জানিয়েছেন, এমন ক্ষণস্থায়ী উপস্থিতির জন্য কাজ না করলেই ভালো হতো’। এর পরে আরও দুটি কাজের প্রস্তাব পেলেও মনোযোগ দিতে পারেননি বলে জানান তিনি। রুবেলের মতে, এখনকার নির্মাতাদের বেশিরভাগই নির্দিষ্ট গণ্ডির বাইরে যেতে চান না। যদি কেউ সেই সীমা ভাঙতে চান, তাহলে তিনি কাজ করতে প্রস্তুত, বিশেষ করে ফাইট ডিরেকশন কিংবা যৌথ উদ্যোগে কিছু করার ক্ষেত্রেও তিনি আগ্রহী। রুবেল আরও জানান, আপাতত তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন কারাতে প্রশিক্ষণ নিয়ে।
ইউটি/টিএ