বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, দেশের স্বার্থে ও ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি। কিন্তু মনে রাখবেন আমরাও মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না, ভাঙলে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের।
তিনি বলেন, ‘বিএনপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন কতটুকু ছোট করতে পারবেন? মনে রাখবেন হাতি যদি শুয়েও থাকে গরু, ছাগল, ভেড়া, বিড়াল এগুলো থেকে অনেক ওপরে থাকে।যতই ষড়যন্ত্র করেন আল্টিমেটলি সত্যই কিন্তু টিকে থাকবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই।’
মঙ্গলবার (১৫ জুলাই) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘এ দেশ যেমন ভারতের দালালদের কোনো দিন হবে না। ঠিক তেমনি এ দেশ কোনো দিনই পাকিস্তানের দালালদেরও হবে না। শহীদের রক্তের প্রতি তারেক রহমানের কমিটমেন্ট (প্রতিশ্রুতি), শহীদের রক্তের প্রতি আমাদের কমিটমেন্ট (প্রতিশ্রুতি) অনেকে দুর্বলতা হিসেবে দেখছেন। ভাবছেন আরো কিছু কালার করে দেওয়া যায় কিনা দেখি। কারা আমাদের দিকে আঙুল তুলছেন? জামাতে ইসলাম আপনারাও আমাদের দিকে আঙুল তোলেন? আপনারা এখন একটি ঘটনার কারণে বিএনপির দিকে আঙুল তোলেন।
বিএনপির দিকে আঙুল তুলবার আগে আয়নায় নিজেদের বীভৎস চেহারা দেখুন।’
হাবিব উন নবী বলেন, ‘এনসিপি বয়স কম, আমরা অনেক কিছুই ওভারলুক করি। কিন্তু বিগত কয়েক দিন শহীদ জিয়ার ছবিকে পায়ে মাড়ানো হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে। একটি কথা শুনে রাখবেন—জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদের জান।
ইউটি/টিএ