রাজিনীকান্ত ও লোকেশ কানাগারাজ—দক্ষিণ ভারতীয় সিনেমার দুই দানবীয় নাম। আর এই দুই শক্তির মিলনই যেন আগুন হয়ে উঠেছে ‘কুলি’ ছবিতে। এখনও মুক্তি পায়নি, তার আগেই ছবিটি লিখে দিচ্ছে নতুন বক্স অফিস ইতিহাস।
ছবিটির থিয়েট্রিক্যাল রাইটস (তামিলনাড়ু ও উত্তর ভারত বাদে) থেকে ইতিমধ্যেই আয় হয়েছে ১৬৫ কোটি টাকা, যার মধ্যে শুধু কর্নাটক থেকেই এসেছে ২৩ কোটি। বিশ্বের অন্যান্য অঞ্চল মিলিয়ে প্রি-রিলিজ ব্যবসা ছুঁয়েছে ৫০০ কোটির কাছাকাছি।
তবে এখানেই শেষ নয়। ওটিটি, স্যাটেলাইট এবং অডিও রাইটস মিলিয়ে ছবিটির ব্রেক-ইভেন পয়েন্ট পৌঁছেছে প্রায় ৬০০ কোটিতে—যা একে ভারতের অন্যতম ব্যয়বহুল এবং উচ্চাভিলাষী প্রজেক্টের তালিকায় নিয়ে এসেছে।
এই বছরের বক্স অফিস অনেকটাই ধীর গতি দেখলেও, বিশেষ করে বলিউডের কিছু অংশে, তবে রাজিনীর স্টারডম এবং লোকেশের পরপর ব্লকবাস্টার হিট-এর ট্র্যাক রেকর্ডে ভর করে, ব্যবসায়ীরা ‘কুলি’-কে ধরছেন নিশ্চিত হিট হিসেবেই।
এদিকে সামনে রয়েছে ‘ওয়ার ২’-এর মতো বিগ বাজেট ছবির প্রতিযোগিতা, তবু ট্রেড পণ্ডিতদের মতে ‘কুলি’ ঘিরে যেভাবে আগাম চাহিদা তৈরি হয়েছে, তাতে রাজিনীকান্তের ম্যাস অ্যাপিলই এই ছবিকে টিকিট জানলার রেকর্ড ভাঙতে সাহায্য করবে।
এখন শুধু অপেক্ষা, মুক্তির দিনটার। রাজিনীকান্ত-লোকেশের এই ঝড় শেষ পর্যন্ত কতদূর যেতে পারে, সেটাই দেখার।
এসএন