গলায় সুর তুললেই গোটা দেশ মুগ্ধ হয়ে শোনে। এবার গান নয়, সিনেমার ক্যামেরার পেছনে দাঁড়াচ্ছেন তিনি। অরিজিৎ সিং, যিনি এতদিন কণ্ঠের জাদুতে দর্শক মাতিয়েছেন, এবার আসছেন পরিচালকের আসনে। আর সেই ঘোষণা হতেই নড়েচড়ে বসেছেন তাঁর অগণিত অনুরাগী।
জানা যাচ্ছে, এক জঙ্গলভিত্তিক অ্যাডভেঞ্চার গল্প নিয়ে ছবি বানাচ্ছেন অরিজিৎ। যেখানে থাকবে প্রকৃতির রূপ, রহস্য আর মানুষের সঙ্গে তার মেলবন্ধনের কাহিনি। শুধু অ্যাডভেঞ্চার নয়, থাকবে অ্যাকশনও।
এই ছবির গল্পটা লিখেছেন অরিজিৎ নিজেই, সঙ্গে তাঁর স্ত্রী কোয়েল সিং। বহুদিন ধরেই পরিচালনার ইচ্ছে পুষে রেখেছিলেন গায়ক। এবার অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।
ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে মহাবীর জৈন ফিল্মস ও আলোকদ্যুতি ফিল্মস, সহ প্রযোজক গড ব্লেস এন্টারটেনমেন্ট। সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক মাধ্যমে খবরটি সামনে আনতেই সিনেমাপ্রেমীরা চমকে ওঠেন।
অরিজিৎ যদিও এর আগে কোনও পূর্ণদৈর্ঘ্য ছবির পরিচালনা করেননি, তবে বহু মিউজিক ভিডিও পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই পরিচালনায় তাঁর মুন্সিয়ানার ঝলক দেখার আশা করতেই পারেন দর্শক।
এই নতুন ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষের দিকে। অর্থাৎ অপেক্ষাটা দীর্ঘ, কিন্তু উত্তেজনার পারদ ইতিমধ্যেই তুঙ্গে।
এসএন