আরেক সুন্দরী প্রতিযোগিতার ঘোষণা মেঘনা আলমের

আরেকটি সুন্দরী প্রতিযোগিতার ঘোষণা দিলেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম। বাংলাদেশের নারীদের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্বের নতুন সুযোগ নিয়ে ঢাকায় যাত্রা শুরু করলো ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’। আজ (১৫ জুলাই) মঙ্গলবার রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ১৮-২৬ বছর বয়সী অবিবাহিত, সুনাগরিক, পরিবেশ সচেতন এবং বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে পরিচিত নারীরা ১৭ জুলাই থেকে www.missbangladesh.com ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। প্রাথমিক বাছাই শেষে ১০০ জন প্রতিযোগীকে ২৬ সেপ্টেম্বর লে মেরিডিয়ানে অডিশনের জন্য আমন্ত্রণ জানানো হবে।

যারা প্লাস্টিক ও বর্জ্যপদার্থ দিয়ে নতুন কিছু তৈরি করে গল্পের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন, তাদের মধ্যে থেকে ২০ জনকে মাসব্যাপী ফেলোশিপের জন্য নির্বাচন করা হবে। ফেলোশিপে থাকবে পেজেন্ট ট্রেনিং, অ্যাডভোকেসি স্পিচ, উদ্যোক্তা শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্য এবং ফিটনেসের ওপর প্রশিক্ষণ। চূড়ান্ত বিজয়ী ‘মিস বাংলাদেশ: আর্থ’ হিসেবে ২৫তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফিলিপাইনে।

গত বছর ‘মিস বাংলাদেশ বিউটি প্রেজেন্ট ২০২৪’-এর মাধ্যমে ১০ জন বাংলাদেশি নারী এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন। চূড়ান্ত বিজয়ী অংশ নেন জাতিসংঘ ও জলবায়ু ন্যায়বিচার সংক্রান্ত ‘মিস আর্থ’ প্রতিযোগিতায়। এবার এই উদ্যোগ আরো বিস্তৃত হয়ে রূপ নিয়েছে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’-এ, যা একটি বৈশ্বিক কূটনৈতিক ও নেতৃত্ব প্ল্যাটফরমে পরিণত হয়েছে।

নারীর দৃশ্যমানতা, সমাজের চাপ এবং কীভাবে তারা এসব বাধা অতিক্রম করেছেন সেসব অভিজ্ঞতা ভাগাভাগি করেন উপস্থিত নারীরা। এ সময় উপস্থিত ছিলেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের এসডিজি কো-অর্ডিনেটর ডা. তাসিন আফরিন ডায়ানা, আন্তর্জাতিক আইন উপদেষ্টা তাহরিন জেরিন, হারনেট টিভির সিইও আলিশা প্রধান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাসরিন সিরাজ অ্যানি, লে মেরিডিয়েন ঢাকার জিএম কনস্ট্যান্টিনোস এস গ্যাব্রিয়েল, সংগীতশিল্পী মেহরিন এবং চল পড়ির সহ-প্রতিষ্ঠাতা ও শিল্পনির্দেশক ক্যাটেরিনা ডন। মেঘনা আলম বলেন, ‘এই ফোরাম নীরবতা, কলঙ্ক ও বাধার জবাব। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করছি, পরিবেশ রক্ষা করছি এবং নেতৃত্ব তৈরি করছি। বাংলাদেশ করুণা নয়, সম্মান ও অংশীদারি চায়।

আমরা চাই সংহতি।’

ফোরামের কার্যক্রমের মধ্যে থাকছে সংবাদ সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রভাবশালী সামাজিক দূত হিসেবে উপস্থাপন, জলবায়ু, লিঙ্গ সমতা ও তরুণ নেতৃত্ব নিয়ে আলোচনা, সাংবাদিক, এনজিও, কূটনীতিক ও অংশগ্রহণকারীদের স্বীকৃতি প্রদান এবং জাতিসংঘ ও দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সংলাপের সুযোগ।

প্রসঙ্গত, মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম একটি নেতৃত্ব, জলবায়ু কূটনীতি ও অ্যাডভোকেসি প্ল্যাটফরম, যা এশিয়ার প্রথম এসডিজি-সংযুক্ত, জলবায়ুভিত্তিক সৌন্দর্য প্রতিযোগিতাভিত্তিক লিডারশিপ মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এর মূল ফোকাস হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলা (এসডিজি ১৩), লিঙ্গ সমতা (এসডিজি ৫) এবং বৈশ্বিক অংশীদারি (এসডিজি ১৭)।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাভারে হত্যাসহ একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার Jul 16, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইন্দোনেশিয়ার, নতুন শুল্ক ১৯ শতাংশ Jul 16, 2025
img
এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ Jul 16, 2025
img
অ্যাশেজ খেলার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আর্চার Jul 16, 2025
img
কলাপাড়ায় ইউএনওর বদলিতে মিষ্টি বিতরণ Jul 16, 2025
img
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিসেফের চুক্তি Jul 16, 2025
img
আবরার ফাহাদকে আসলেই ওরা মারতে পারে নাই, ডকুমেন্টারিটা দেখা শেষ করে স্তব্ধ হয়ে থাকলাম : সংস্কৃতি উপদেষ্টা Jul 16, 2025
কনার ডিভোর্স পেপারে দেখা গেল নুসরাত ফারিয়ার নাম Jul 16, 2025
img
বিরল ঘটনা, পবিত্র কাবাঘরের ঠিক উপরে সূর্যের অবস্থান Jul 16, 2025
img
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শতবর্ষী কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিংয়ের Jul 16, 2025
img
কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ হারাল ১ জন Jul 16, 2025
img
দেশে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সাম্প্রদায়িকতার কারণে সংঘটিত হয়নি : পুলিশ সদর দপ্তর Jul 16, 2025
কুড়িগ্রামে শহীদ পরিবারের পাশে রিজভী, জানালেন আন্দোলনের পটভূমি Jul 16, 2025
img
নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে ত্রুটি সংশোধনে ১৫ দিন সময় দিয়ে ইসির চিঠি Jul 16, 2025
img
জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে ১৬ জুলাই দেশের সকল মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত Jul 16, 2025
img
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা Jul 16, 2025
img
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ আটক ২০ জন Jul 16, 2025
img
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল এক যুবক Jul 16, 2025
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপনে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশ মাউশি’র Jul 16, 2025
img
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার Jul 16, 2025