বাংলাদেশকে চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত করেই আমরা ঘরে ফিরব : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা গণঅভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। নিজেদের মধ্যে খুনাখুনি করছে। সবার হাতেই রক্ত লেগে রয়েছে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক সংহিসতা মুক্ত বাংলাদেশের সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, চাঁদামুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম। তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমিয়ে যায়নি, তারা রাজপথে এসেছে, বাংলাদেশকে চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে নগরীর ফজলুল হক এভিনিউতে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বরিশালের কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক ও মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের রাজনৈতিক কর্মকাণ্ডের ভূয়শী প্রশংসা করে বলেন, এই দুই মহৎ রাজনীতিবিদের রাজনীতিকে পুনরুত্থান ঘটাবে এনসিপি।

আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে বরিশালের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিলো গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন। তাই জেলা, উপজেলাসহ প্রতিটি ইউনিটে এনসিপির কমিটি গঠন করে দলকে গতিশীল করতে হবে।

 তিনি বলেন, যদি কেউ এনসিপির কোনো সদস্যের ওপর চোখ রাঙিয়ে কথা বলেন, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম বরিশালের আঞ্চলিক ভাষায় বলেন, ‘মোরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হরছি। মোগো লগে বরিশালবাসী আছেনতো।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বর্তমান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, নির্বাচন কমিশনারের রিমোট কন্ট্রোল কি ভারত থেকে নাকি সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ করা হয়। তারা (নির্বাচন কমিশনার) শাপলা প্রতীক দিতে কেন গড়িমসি করছে। নৌকাকে ব্যালট থেকে বাদ দিতে হবে।

নির্বাচন কমিশনকে পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, আগে ভোট চোর বললে একটি দলের গায়ে লাগতো, এখন চাঁদাবাজ বললে আরেকটি দলের গায়ে লাগে। কারণ দেশে একটি কথা এখন প্রচলিত হয়েছে “যদি থাকতে চাও জিন্দা-দিতে হবে চান্দা”। এই চাঁদাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন- তারেক রহমানকে নিয়ে কথা বললে নাকি সেটা গণতন্ত্রের জন্য হুমকি। এসব কথা তার মুখে মানায় না, কারণ রাষ্ট্রের ঊর্ধ্বে কোনো দল বা ব্যক্তি নয়।

তিনি বলেন, আমাদের দল (এনসিপি) ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়নি। সংকট থেকে এনসিপির জন্ম। তাই যে কোনো সংকট মোকাবিলা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। এনসিপির একজন সাধারণ সদস্যর গায়েও যদি কেউ হাত তোলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী নাহিদা সরোয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজিনা, ফয়সাল মাহমুদ শান্ত প্রমুখ।


 পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
এই সরকারের আমলেই শহীদ আবু সাঈদ হত্যার বিচার হবে : আসিফ নজরুল Jul 16, 2025
img
ব্লকেড সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন : নাহিদ Jul 16, 2025
img
শয্যাদৃশ্যের শুটিংয়ে পরিচালকের অশালীন নির্দেশ, সিনেমা ছাড়েন প্রিয়াঙ্কা Jul 16, 2025
img
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেড Jul 16, 2025
img
এবার কৃতি স্যাননের বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির প্রবেশ Jul 16, 2025
img
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর Jul 16, 2025
img
এনসিপির ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি Jul 16, 2025
শামিনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, আবার গ্রেপ্তার Jul 16, 2025
কক্সবাজারে জমি নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা নিহত Jul 16, 2025
img
‘সোল মেট’ জায়গা করে নিল মস্কোর আন্তারিজ উৎসবে Jul 16, 2025
‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনে সায় নেই আওয়ামী নেতাদের Jul 16, 2025
ত্রয়োদশ নির্বাচনের আগে ঢাকায় আসছে ইইউ পর্যবেক্ষক দল Jul 16, 2025
img
গোপালি আ.লীগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে: এনসিপি নেতা শিশির Jul 16, 2025
'সোহাগ হাজী সেলিমের লোক, চোরাই তারের ব্যবসা করতো' Jul 16, 2025
img
আপাতত আর্মির উচিত হেলিকপ্টার দিয়ে নেতাদের উদ্ধার করা : রাফি Jul 16, 2025
গোপালগঞ্জে সেনা অ্যাকশন Jul 16, 2025
img
ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয় : নুরুল হক Jul 16, 2025
img
সীমান্ত হত্যার প্রতিবাদে সরকার নমনীয় নয় : তৌ‌হিদ হো‌সেন Jul 16, 2025
img
প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টারে জুলাই যোদ্ধাদের উদ্ধার করুন : রাশেদ খান Jul 16, 2025
img
৫০ কোটি টাকার বেশি সম্পত্তির মালিক শাহরুখের ম্যানেজার পূজা Jul 16, 2025