সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি কেন ক্রোক করা হবে না, তা জানতে চেয়ে আরামিট সিমেন্টের কর্ণধারদের কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) ব্যাংক এশিয়ার করা ঋণখেলাপি মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন।
মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছাড়া অন্য বিবাদীরা হলেন আরামিট সিমেন্টের চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রুকমিলা জামান (জাবেদের স্ত্রী), পরিচালক ওরাসুজ্জামান চৌধুরী (জাবেদের চাচাতো ভাই), পরিচালক খোরশেদুল আলম, মো. হাবিব উল্লাহ ও মো. শফিকুল আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ। তিনি জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের বিরুদ্ধে গত ২১ নভেম্বর ব্যাংক এশিয়া এই মামলা করে। মামলায় আরামিট সিমেন্টের কাছে ব্যাংকটির আগ্রাবাদ শাখার খেলাপি পাওনা উল্লেখ করা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৮৮৭ টাকা। একই সঙ্গে আরামিট গ্রুপের সম্পত্তি অন্য কারও কাছে হস্তান্তর না করারও নির্দেশ দিয়েছেন আদালত।
কেএন/এসএন