‘বজরঙ্গী ভাইজান’- বলিউডের অন্যতম সেরা ছবি। সালমান খানের অভিনীত এই ২০১৫ সালের ব্লকবাস্টার সিনেমা আজও দর্শকদের মনে আলাদা জায়গা করে আছে। পাকিস্তানের এক নির্বাক শিশুকন্যাকে তার দেশে ফিরিয়ে দেওয়ার হৃদয়স্পর্শী কাহিনি ছুঁয়ে গিয়েছিল দেশজুড়ে কোটি কোটি দর্শককে। আর তাই, এত বছর পরেও বহু অনুরাগী অপেক্ষায় রয়েছেন দ্বিতীয় অধ্যায়ের।
সেই অপেক্ষায় যেন একটু আশার আলো জ্বলল এবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক কবির খান জানালেন, সত্যিই সালমান খানের সঙ্গে বসে ‘বজরঙ্গী ভাইজান ২’-এর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
‘পিঙ্কভিলা’-কে দেওয়া সাক্ষাৎকারে কবির খান বলেন, “হ্যা, আমাদের মধ্যে ‘বজরঙ্গী ভাইজান ২’ নিয়ে কথা হয়েছে। তবে এমন একটা আইকনিক ছবির দ্বিতীয় পর্ব বানানোর আগে আমরা খুব সতর্ক।
এখনকার দিনে যেখানে একের পর এক ফ্র্যাঞ্চাইজি হচ্ছে, সেখানে আমরা তাড়াহুড়ো করতে চাই না। শুধু জনপ্রিয়তার জন্য এই ছবির উত্তরাধিকার নষ্ট করতে চাই না।”
পরিচালকের স্পষ্ট বক্তব্য, “একটা উপযুক্ত গল্প আসবে, হয়তো এখনই, হয়তো এক বছর পরে- সেই সময়েই আমরা ছবিটা বানাব।”
কবির খান এও বলেন যে সাধারণত তিনি সিকুয়েল বানাতে আগ্রহী নন।
কিন্তু ‘বজরঙ্গী ভাইজান’-এর ক্ষেত্রে আলাদা অনুভব করছেন। তার কথায়, “এই ছবির উত্তরাধিকারকে সম্মান জানিয়ে যদি সত্যিই একটা শক্তিশালী গল্প পাই, তাহলে অবশ্যই আমি এটি পরিচালনা করব। কিন্তু শুধুমাত্র বক্স অফিস সংখ্যার জন্য নয়, সঠিক কারণে।”
কবির খানের সর্বশেষ ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’-এ অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। যদিও ছবিটি বক্স অফিসে মাঝারি সাড়া ফেলেছে।
বর্তমানে কবির তাঁর পরবর্তী প্রোজেক্ট নিয়ে ব্যস্ত। আর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন- কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে ‘বজরঙ্গী ভাইজান ২’ নিয়ে।
কেএন/এসএন