সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নতুন করে আলোচনায় এলেন শ্রুতি হাসান। ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে মুখ খুলে জানালেন—তিনি একা থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন, বিয়ের কোনও তাড়া নেই তাঁর।
বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমান জনপ্রিয় এই অভিনেত্রী সবসময়েই খোলামেলা মনোভাবের জন্য পরিচিত। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শ্রুতি জানালেন, একা থাকার এই সময়টাকে তিনি কাজে লাগাচ্ছেন নিজের মানসিক স্বাস্থ্য ও পেশাগত উন্নতির জন্য। সম্পর্ক, বিয়ে—এসব নিয়ে চারপাশের সামাজিক চাপে তিনি মোটেও বিচলিত নন।
তাঁর ভাষায়, "নিজেকে চিনতে শেখা, নিজের ভালোবাসা পাওয়া—এই মুহূর্তে সেটাই আমার কাছে সবচেয়ে জরুরি। আমি জানি কখন এবং কাকে বেছে নিলে সেই সম্পর্কটা আমার জীবনে জায়গা করে নিতে পারে। ততদিন আমি একাই ভালো আছি।"
তবে বিয়ে একেবারে উড়িয়ে দেননি শ্রুতি। তাঁর মতে, সঠিক মানুষ এবং সময় এলে বিষয়টি নিয়ে ভাবা যেতেই পারে। কিন্তু কেবল সমাজ কী বলবে—সে কথা ভেবে কোনও কিছুতেই তিনি রাজি নন।
এই সাহসী ও স্বতঃস্ফূর্ত বক্তব্যে শ্রুতির ভক্তরা দারুণ খুশি। এক ভক্ত লিখেছেন, “যেখানে সবাই বিয়ের জন্য তাড়াহুড়ো করে, সেখানে শ্রুতি এক অন্যরকম বার্তা দিলেন।” সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় উঠেছে অভিনেত্রীর স্পষ্টতা ও আত্মবিশ্বাসকে ঘিরে।
অভিনয়ের বাইরে সংগীতেও দারুণ পারদর্শী শ্রুতি হাসান। একইসঙ্গে তিনি একজন লেখক ও সমাজচিন্তক। জীবনের প্রতিটি দিকেই নিজস্ব মত পোষণ করেন তিনি—এবারেও তারই প্রমাণ রাখলেন।
এসএন