গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন এনসিপি রাঙামাটি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শহীদুল ইসলাম খান, জাকির হোসেন চৌধুরী ও জাহেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর যে ন্যাক্কারজনক ও ধৃষ্টতাপূর্ণ হামলা চালিয়েছে, তা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ঘটেছে। এতে প্রমাণ হয়, সরকার ছাত্রলীগকে পরোক্ষভাবে মদদ দিচ্ছে।’
তারা আরও বলেন, ‘বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পর সরকার আবারও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও এনসিপির নেতাকর্মীরা তা প্রতিহত করবে। বাংলার মাটি থেকে ফ্যাসিস্ট সরকারকে নির্মূল করাই এখন আমাদের লক্ষ্য।’
বিক্ষোভ চলাকালে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
আরআর