বিশ্বের সবচেয়ে বড় ও বিরলতম মঙ্গল গ্রহের খণ্ড (একটি উল্কাপিণ্ড) নিউ ইয়র্কে এক নিলামে ৪.৩ মিলিয়ন ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ কোটি টাকা) বিক্রি হয়েছে। সোথেবিস নিলাম হাউস জানিয়েছে, ‘এনডব্লিউএ ১৬৭৮৮’ নামের এই উল্কাপিণ্ডটির ওজন ২৪.৫ কেজি (৫৪ পাউন্ড) এবং এর দৈর্ঘ্য প্রায় ৩৮ সেন্টিমিটার (১৫ ইঞ্চি)।
২০২৩ সালের নভেম্বরে নাইজারের এক প্রত্যন্ত অঞ্চলে এই খণ্ডটি আবিষ্কৃত হয়। এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া মার্স থেকে আগত খণ্ডগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়- পরবর্তী বৃহত্তম খণ্ডটির চেয়েও ৭০ শতাংশ বড়।
সোথেবিস-এর বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের ভাইস চেয়ারম্যান ক্যাসান্দ্রা হ্যাটন বলেন, ‘এটি পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় মঙ্গল গ্রহের খণ্ড। খণ্ডটি পৃথিবীতে এসে পড়ার সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ। পৃথিবীর প্রায় ৭০ শতাংশ অঞ্চলই তো পানি দিয়ে ঢাকা, তাই এটি সমুদ্রের বদলে ভূমিতে এসে পড়েছে- আমরা অনেক ভাগ্যবান।’
নিলামকারী সংস্থাটি জানিয়েছে, অতিরিক্ত কর ও ফি যোগ হয়ে পাথরটির মোট দাম দাঁড়ায় প্রায় ৫.৩ মিলিয়ন ডলার।
তবে কে এটি কিনেছেন এবং কোথায় এটি যাবে, সে তথ্য গোপন রাখা হয়েছে।
এই নিলামে আরও ১০০টির বেশি প্রাকৃতিক ও বৈজ্ঞানিক জিনিসপত্র বিক্রি হয়। এর মধ্যে জুরাসিক যুগের সেরাটোসরাস ডাইনোসরের কঙ্কাল ২৬ মিলিয়ন ডলারে বিক্রি হয় এবং প্যাচিসেফালোসরাস ডাইনোসরের মাথার খুলির দাম ওঠে ১.৪ মিলিয়ন ডলার।
সূত্র : বিবিসি
কেএন/এসএন